• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলা বাধ্যতামূলক করা দরকার—তারেক রহমান

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, লালমনিরহাট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাররক রহমান বলেছেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলা একটি বড় বিষয়। পড়াশোনার পাশাপাশি শিশুরা যেন বাধ্যতামূলক ভাবে সংস্কৃতি ও খেলাধুলাসহ সব অ্যাক্টিভিটিসে যুক্ত থাকে। যার ফলে শিশুদের যেমন মানসিক বিকাশ ঘটবে তেমনি তাদের শারীরিক বিকাশও ঘটবে। তারেক রহমান বলেন,তিস্তা নিয়ে বহু রাজনীতি হয়েছে। তিস্তা নিয়ে বিএনপি’র রাজনীতি হলো যেটা করলে এদেশের মানুষের কষ্ট লাঘব হবে। এ এলাকার মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে।এই নদীকে ঘিরে প্রায় তিন কোটি মানুষের ভয়াবহতা ও উপকারিতা ছুয়ে যায়। আগামী দিনে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে খাল খনন কর্মসূচি আমরা যে কোন মূল্যে শুরু করব করতে হবে আমাদেরকে।
মঙ্গলবার (২২ এপ্রিল) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন অডিটরিয়ামে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারচ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার শেষ বেলায় বিকেলে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কর্মশালায় অংশ নেয়া নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ যদিও ল্যান্ড ওয়াইজ (আয়তনের ক্ষেত্রে) বড় দেশ না, তবুও জনসংখ্যার ভিত্তিতে অনেক বড়। লালমনিরহাটের যেমন সাহিত্য ও সাংস্কৃতিক কিছু বৈশিষ্ট্য আছে তেমনি কুড়িগ্রামের আছে, চট্টগ্রামের আছে, কুষ্টিয়ার ওইদিকেও আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষ্টিকালচার সংস্কৃতি আছে। সেরকম আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্যও আছে। আর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে আমাদের ঐতিহ্য।
তিনি আরো বলেন, বিএনপি যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে দেশীয় কৃষ্টি কালচারকে সামনে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে। আমরা জানি গত ১৭ বছর বহু সংস্কৃতি কর্মী কষ্টে জীবন যাপন করেছেন। চিকিৎসার অভাবে কষ্টের দিনযাপন করেছেন। যখন দেশনেত্রী খালেদা জিয়ার কাছে সুযোগ ছিল এমন অনেক সংস্কৃতি কর্মীকে সহযোগিতা করা হয়েছল। আমাদের সামগ্রিক চিন্তার মধ্যে যেটি রয়েছে তা হচ্ছে আমাদের এই কালচার কে এগিয়ে নিয়ে যাব। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও কালচারাল একটি বিষয় থাকবে ধুলার বিষয় থাকবে পড়াশোনার পাশাপাশি শিশুরা যেন বাধ্যতামূলক ভাবে সব অ্যাক্টিভিটিসে যুক্ত থাকে এর ফলে তাদের যেমন মানসিক বিকাশ ঘটবে তেমন শারীরিক ঘটবে।
তারেক রহমান বলেন, রাষ্টকাঠামো মেরামতের লক্ষ্যে দেশের জনগণের স্বার্থে তাদের এই ৩১ দফা বাস্তবায়ন অত্যান্ত জরুরী।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলি প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইকবাল হোসেন শ্যামল। প্রশিক্ষন কর্মশালায় লালমনিহাট জেলার পাঁচ উপজেলার দুই শতাধিক নেতৃবৃন্দ আংশ নেন।
কর্মশালায় আংশ নেয়া বিএনপি ও আংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা মনে করেন, তারেক রহমানের ৩১ দফার মধ্য দিয়েই বাংলাদেশের শান্তি ফিরে আসবে, সব সেক্টর দুর্নীতিমুক্ত হবে, দেশে থাকবে না একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা।
এর আগে কর্মশালার প্রথম অধিবেশনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, তারেক রহমানের ৩১ দফার মধ্যে দিয়েই বাংলাদেশে ফ্যাসিবাদের মুলৎপাটন হবে। একদলীয় শাসনের মাধ্যমে দেশের মানুষ আর জিম্মি থাকবে না। ৩১ দফার মাধ্যমেই দেশে শান্তি ফিরে আসবে।
তিনি আরও বলেন, পাশ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের মানুষকে মানুষ মনে করেনি, তারা তাদের মনপুত একটি দলকে তারা প্রাধান্য দিয়েছে। জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুথ্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগন দেশটিকে দেখিয়ে দিয়েছে তারা বাইরের প্রভুত্ব মানে না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও