• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যবসায়ীকে হত্যা, ২ নেতাকে আজীবন বহিষ্কার করলো যুবদল সব হত্যাকাণ্ড ও ধর্ষণের বিচার দাবিতে ঢাবিতে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা: প্রতিবাদে উত্তাল ঢাবি রাজধানীতে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা, চট্টগ্রামে বিক্ষোভ ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিটফোর্ডে শতাধিক লোকের সামনে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা এসএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২৮৫ পেয়ে তাক লাগিয়ে দিলো নিবিড় আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল ক্ষমতায় যেতে নয়, বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর

সাতক্ষীরায় সাংবাদিককে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে মানববন্ধন

প্রভাত রিপোর্ট / ৫৭ বার
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা,সাতক্ষীরা : সাতক্ষীরায় ভবন তৈরির কাজের অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জীর সভাপতিত্বে ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক আবুল কাশেমের পরিচালনায় বক্তব্য দেন– সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, আরটিভির সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, মানবাধিকারকর্মী মাধবচন্দ্র দত্ত, দেশ টিভির সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলা ভিশনের সাংবাদিক আসাদুজ্জামান, দীপ্ত টিভির সাংবাদিক রঘুনাথ খাঁ, এখন টিভির সাংবাদিক আহসানুর রহমান রাজিব, ডিবিসি টিভির সাংবাদিক এম বেলাল হোসাইন, মানবজমিনের সাংবাদিক এসএম বিপ্লব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ‘সাংবাদিকদের কাজ তথ্য নেওয়া এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা। তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরির কাজে অনিয়ম-দুর্নীতির খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। তথ্য চাওয়ায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের সঙ্গে টিপুর হাতাহাতি হয়। এ সময় তদন্ত ছাড়াই একপেশে দণ্ড প্রদান করে ইউএনও শেখ রাসেল বড় অন্যায় করেছেন। ঘটনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে না ঘটলে তিনি শাস্তি দিতে পারেন না। শ্রমিক ও দুর্নীতিবাজ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করে শাস্তি দিয়ে তিনি দুর্নীতির পক্ষে অবস্থান নিয়েছেন।’
এ সময় বক্তারা সাংবাদিক টিপুর মুক্তি ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেলকে প্রত্যাহারের দাবি করেন। অন্যথায় বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরির কাজের তথ্য সংগ্রহে যাওয়া দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও