• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন সংবিধান বদলাতে হবে, বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান : হাসনাত আব্দুল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না: নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৫ জনের মৃত্যুদণ্ড ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ হলো, বুঝে আসে না: প্রিন্স জাপানে শিক্ষাবৃত্তি ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, গেজেট প্রকাশ তিতাসে পাওনা টাকার জেরে রাজমিস্ত্রীকে হত্যা, দুই যুবক গ্রেপ্তার দুই বড় বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

রুডিগার কি সত্যিই রেফারিকে বরফ ছুড়ে মেরেছিলেন

প্রভাত রিপোর্ট / ৭০ বার
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: এল ক্লাসিকো হবে, আর সেখানে বিতর্কিত কিছু ঘটবে না, এমন হয় নাকি! আর এবার তো বিতর্ক তৈরির সব রসদ আগে থেকেই তৈরি ছিল। কোপা দেল রের ফাইনালের দুই রেফারিকে নিয়ে ম্যাচের কয়েক দিন আগে থেকেই রিয়াল মাদ্রিদ যেভাবে আপত্তি তুলেছে, তারপর যেভাবে রেফারিরা সংবাদ সম্মেলনে সেটার প্রতিবাদ করেছেন, তাতেই শঙ্কা ছিল, ম্যাচেও না বড় কিছু হয়ে যায়।
হলো বটে। লা কারতুজা স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হওয়ার আগেই সেভিয়ার প্লাজা নুয়েভায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বার্সেলোনার সমর্থকদের। বার্সেলোনার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, পুলিশের সঙ্গে রিয়াল মাদ্রিদের সমর্থকেরাও নাকি জোট বেঁধে আক্রমণ করেছেন তাঁদের ওপর।
এ তো গেল মাঠের বাইরের ঘটনা। ম্যাচেও শেষ দিকে উত্তাপ ছড়িয়েছে। শেষ বাঁশি বাজার মিনিট দেড়েক আগে রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় বেঞ্চ থেকে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার সঙ্গে বাজে আচরণ করে লাল কার্ড দেখেন রিয়াল ডিফেন্ডার আন্তনিও রুডিগার। একটু পর লাল কার্ড দেখেছেন লুকাস ভাসকেজ ও জুড বেলিংহামও।
রুডিগারের ঘটনাটা ম্যাচের ১২৩ মিনিটের দিকের। এমবাপ্পে একটা ফ্রি কিক না পাওয়ায় বেঞ্চ থেকে রেফারির দিকে তেড়ে যাচ্ছিলেন রিয়াল ডিফেন্ডার আন্তনিও রুডিগার। স্প্যানিশ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই সময় রেফারিকে লক্ষ্য করে কিছু একটা ছোড়া হয়। কয়েকটি সংবাদমাধ্যম বলছে, ডাগআউটে বক্সের মধ্যে থাকা বরফ ছুড়ে মারা হয়েছে রেফারিকে এবং সেটি রুডিগারই ছুড়েছিলেন। সেই সময় রুডিগার রাগে ফুঁসছিলেন এবং তাঁকে মাঠের ভেতরে ঢুকে যাওয়া থেকে আটকাতে রিয়াল মাদ্রিদের পাঁচ স্টাফকে রীতিমতো ধস্তাধস্তি করতে হয়েছে। বাজে আচরণের জন্য রুডিগারকে লাল কার্ড দেখান রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া। ম্যাচের শুরু থেকে খেলা রুডিগারকে ১১১তম মিনিটে বদলি করেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
তবে লাল কার্ড দেখার পরেও শান্ত হননি রুডিগার; বরং আরও উত্তেজিত হয়ে কিছু বলছিলেন রেফারিকে। শেষ পর্যন্ত রিয়ালের গোলকিপিং কোচ লুইস ইয়োপিস ও গোলকিপার আন্দ্রেই লুনিন তাঁকে মাঠের বাইরে নিয়ে যান। এর আগেই বদলি হয়ে যাওয়া ভাসকেজ এ ঘটনার সময় উত্তেজিত হয়ে মাঠে ঢুকে যাওয়ায় তাঁকেও লাল কার্ড দেখানো হয়। ম্যাচ শেষে জানা যায়, রিয়ালের ইংলিশ তারকা জুড বেলিংহামও রেফারির দিকে ‘আক্রমণাত্মক ভঙ্গিতে’ এগিয়ে গিয়েছিলেন। তাঁকেও পরে লাল কার্ড দেখানো হয়েছে।
শেষ পর্যন্ত ম্যাচটা ৩-২ গোলে জিতে রেকর্ড ৩২তম বারের মতো কোপা দেল রের শিরোপা জেতে বার্সেলোনা। ম্যাচের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তির সংবাদ সম্মেলনেও এসেছে রুডিগারের প্রসঙ্গ। তবে আনচেলত্তি এ ঘটনা নিয়ে খুব বেশি কিছু বলতে চাননি, ‘আমি জানি না কী হয়েছে, আমাদের (ভিডিও) দেখতে হবে। তবে রুডিগার অসাধারণ খেলেছে। ক্লান্ত হওয়ার আগপর্যন্ত চেষ্টা করে গেছে। আমি শুধু তার চেষ্টার প্রশংসা করতে পারি।’
স্প্যানিশ একাধিক সংবাদমাধ্যমের খবর, রুডিগারের বাজে আচরণের কথা নিজের রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করেছেন রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া। অবশ্য এই রেফারিকে নিয়ে ম্যাচের আগেই আপত্তি তুলেছিল রিয়াল মাদ্রিদ। তাঁকে রেফারির দায়িত্ব দেওয়ার জেরে সৃষ্ঠ ঘটনায় কোপার ফাইনালের আগে সংবাদ সম্মেলন ও অনুশীলনও বয়কট করেছিল ইউরোপের সবচেয়ে প্রভাবশালী ক্লাবটি। রেফারি বেনগোচেয়া এবং এই ম্যাচের ভিএআর রেফারিও সংবাদ সম্মেলন করে দাবি করেছিলেন, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে।
আপাতত খবর, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি রুডিগারের ঘটনা তদন্ত করে কয়েক দিনের মধ্যেই তাদের সিদ্ধান্ত জানাবে। নিয়মানুযায়ী রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করার সর্বোচ্চ শাস্তি ১২ ম্যাচের নিষেধাজ্ঞা। কমিটি মনে করে রুডিগারের আচরণের মধ্যে ওই রকম ‘আগ্রাসন’ ছিল, তাহলে তিনি নিষিদ্ধও হতে পারেন দীর্ঘ সময়ের জন্য।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও