• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

কলকাতায় আদনান সামির কনসার্ট

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামির বিরুদ্ধে বয়কটের ডাক দিল নেটিজেনরা। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় পশ্চিমবঙ্গের কলকাতায় মঞ্চ মাতান্এ গায়ক। কিন্তু টিকিট বুকিং সাইটে গিয়ে দেখা গেল, এই গায়কের কনসার্টে যেতে নারাজ অনেকেই। নেটিজেনদের দাবি, আদনান সামি পাকিস্তানি বংশোদ্ভূত, তাকে বয়কট করা হোক। বুক মাই শো নামের সেই টিকিট বুকিং সাইটে থেকে জানা যায়, এদিন কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই কনসার্ট হওয়ার কথা রয়েছে। টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এমন কনসার্টের তীব্র বিরোধিতা করেছেন।
বহুজন শোয়ের টিকিট বিক্রির লিঙ্কের মন্তব্যঘরে লিখতে দেখা গেছে বয়কট শব্দটা। একজন লিখেছেন, এই গায়কের শিকড় কি পাকিস্তানে? তিনি এখন শহরে কনসার্ট করলে আমরা কেন গান শুনতে যাব? আরেকজন লিখেছেন, তিনি পাকিস্তানি বংশোদ্ভূত, ভারতের নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু তার আগের বিষয়টা ভুললে হবে না। আরেক নেটিজেনের মন্তব্য, অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল কনসার্ট বাতিল করেছেন। সেখানে আদনান সামি এমন কনসার্ট করছেন কীভাবে?
গত মঙ্গলবার কাশ্মিরে হামলা ঘিরে তোলপাড় সারা ভারতবর্ষ। পর্যটকদের ওপর চালানো এলোপাথাড়ি গুলিতে ২৮ জনের প্রাণহানি রয়েছে বলে দাবি গণমাধ্যমের। তারপর শোক প্রকাশ করেন সেদেশের বহু সংগীশিল্পী। তার নিজের নানা বিনোদনভিত্তিক আয়োজন বাতিল করেছেন। এছাড়াও সংগীতশিল্পী অরিজিত সিং-ও এই ঘটনায় শোক প্রকাশ করে তার চেন্নাইয়ের কনসার্ট বাতিল করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও