• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম

ইটভাটার গ্যাসে বোরো ধানসহ পুড়ে গেছে ফসলাদি

প্রভাত রিপোর্ট / ৭৬ বার
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নজরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাদুল্লাপুরের সীমান্তবর্তী ইদিলপুর ইউনিয়নের ধারাই মৌজায় কৃষি জমির উপর ইটভাটা স্থাপন করে দীর্ঘদিন থেকেই বিশ্ব সাহা এএমবি ব্রিকস ইটপ্রস্তুত কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি উক্ত ইটভাটায় গ্যাসে ছেড়ে দেওয়ায় ভাটার উত্তর-পশ্চিম কোণে ইরি বোরো ধানসহ বিভিন্ন ফসলাদি পুড়ে গেছে।
এ নিয়ে এলাকাবাসী অভিযোগের ভিত্তিতে সাদুল্লাপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মাহাবুব আলম বসুনিয়া ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিক্ষতি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, ইটভাটা মালিক গত বছরেও ভাটার গ্যাস ছেড়ে দিয়ে ইরি বোরো ধানসহ বিভিন্ন ফসলাদির ক্ষতি করে ছিলেন। এ বছরও একই রকম ভাবে গ্যাসে ছেড়ে দিয়ে আমাদের অনেক ক্ষতি করেছে।
এ ব্যাপারে সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিউল আলম জানান, উক্ত ভাটার কোন লাইন্সেস নেই। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফসলাদির ক্ষয়ক্ষতির বিষয়ে জমির মালিকগণ এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেন নাই। তবে কৃষকরা অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম সঙ্গে উক্ত বিষয়ে কথা বললে তিনি জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি অফিসকে দায়িত্ব প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও