• শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন সংবিধান বদলাতে হবে, বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান : হাসনাত আব্দুল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না: নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৫ জনের মৃত্যুদণ্ড ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ হলো, বুঝে আসে না: প্রিন্স জাপানে শিক্ষাবৃত্তি ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, গেজেট প্রকাশ তিতাসে পাওনা টাকার জেরে রাজমিস্ত্রীকে হত্যা, দুই যুবক গ্রেপ্তার দুই বড় বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন সামিত

প্রভাত রিপোর্ট / ৪৮ বার
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস : কানাডার সময় শুক্রবার সকাল দশটায় টরেন্টোতে বাংলাদেশ হাই কমিশনের কনস্যুলার অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেছেন সামিত সোম। বাংলাদেশের কনস্যুলার অফিসের কর্মকর্তারা সামিতকে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে বায়োমেট্রিক, ছবি তোলাসহ যাবতীয় কাজ বেশ দ্রুত সময়ের মধ্যে করে দিয়েছেন। দুই দশকের বেশি সময় বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতা করা আবু সাদাত এখন কানাডা প্রবাসী। সামিতের আগমন উপলক্ষ্যে তিনি আজ টরেন্টোর কনস্যুলার অফিসে গিয়েছিলেন। সামিতের পাসপোর্ট প্রক্রিয়া সম্পর্কে কনস্যুলার অফিসের সঙ্গে আলাপ করে সাদাত টরেন্টো থেকে বলেন, ‘কানাডায় সামিতের আবেদন সম্পন্ন হয়েছে। পাসপোর্টের পরবর্তী ধাপের কাজটি এখন বাংলাদেশে। সেখান থেকে প্রিন্ট হয়ে পাসপোর্ট কানাডায় আসবে।’
কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা সামিত বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন ১১ এপ্রিল। এরপর বাফুফে তার বাংলাদেশের জন্ম নিবন্ধনের সনদ করেছে। জন্ম সনদ হওয়ার সপ্তাহ খানেক পর সামিত পাসপোর্টের জন্য আবেদন করেছেন। সামিতের ক্লাবের আজ টরেন্টোতে ম্যাচ রয়েছে। রাতে ম্যাচ খেলার আগে সকালে তিনি পাসপোর্ট আবেদনের কাজ শেষ করলেন।
বাংলাদেশের জন্মনিবন্ধন ও সামিত বাংলাদেশের হয়ে খেলতে চান এই ডিক্লিয়ারেশনের উপর ভর করে কানাডা ফুটবল ফেডারশেনের কাছে ছাড়পত্র চায় বাফুফে। সেই অনাপত্তিপত্রও এসেছে গতকাল। এখন পাসপোর্ট হওয়ার পর সকল ডকুমেন্টস দিয়ে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে। সেখান থেকে ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশের পক্ষে খেলতে আর কোনো বাধা থাকবে না সামিতের।
হামজা চৌধুরির ফিফা ক্লিয়ারেন্স পেতে চার মাস অপক্ষো করতে হয়েছিল বাফুফেকে। সামিতকে ১০ জুনের ম্যাচ খেলতে হলে ৩ জুনের মধ্যে ফিফার ক্লিয়ারেন্স পেতে হবে। কারণ ম্যাচের এক সপ্তাহ আগে খেলোয়াড় নিবন্ধনের শেষ সময় এএফসি পোর্টালে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও