• শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন সংবিধান বদলাতে হবে, বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান : হাসনাত আব্দুল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না: নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৫ জনের মৃত্যুদণ্ড ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ হলো, বুঝে আসে না: প্রিন্স জাপানে শিক্ষাবৃত্তি ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, গেজেট প্রকাশ তিতাসে পাওনা টাকার জেরে রাজমিস্ত্রীকে হত্যা, দুই যুবক গ্রেপ্তার দুই বড় বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

নভোএয়ারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ

প্রভাত রিপোর্ট / ৬৬ বার
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫

প্রভাত অর্থনীতি: শুক্রবার থেকে দেশীয় বিমান সংস্থা নভোএয়ারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ আছে। তবে কত দিনের জন্য তা বন্ধ করা হয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি। টিকিটি বিক্রেতারাও এ বিষয়ে পরিষ্কার কিছু জানেন না। জানা গেছে, বিদেশি এক প্রতিষ্ঠানের কাছে নভোএয়ার বিক্রির আলোচনা চলছে। সেই বিক্রয় কার্যক্রমের অংশ হিসেবে কোম্পানির নিরীক্ষা হচ্ছে। তার অংশ হিসেবে সংস্থাটির বিমান উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ আছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো নভোএয়ার বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নিরীক্ষা হচ্ছে।
শনিবার সকাল পৌনে ১১টার দিকে নভো এয়ারের রিজার্ভেশন বিভাগে যোগাযোগ করা হলে জানানো হয়, গতকাল থেকে সব ধরনের উড়ান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। যেসব যাত্রী নভো এয়ার থেকে সরাসরি টিকিট কেটেছেন, তাদের নভো এয়ার কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে, সেখান থেকে টিকিটের টাকা ফেরত দেয়া হবে। যাঁরা এজেন্সির মাধ্যমে টিকিট করেছেন, তাঁদের সেখানে যোগাযোগ করতে হবে। নভোএয়ার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নভোএয়ার কর্তৃপক্ষ উড়োজাহাজসহ অন্যান্য সম্পদ বিক্রির উদ্যোগ নিয়েছে। সে জন্য সম্ভাব্য বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠান বিমান সংস্থাটির উড়োজাহাজগুলো নিরীক্ষা করতে চায়। সেই নিরীক্ষা শুরু হয়েছে।
সংস্থাটির মালিকানা ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একাধিক শীর্ষ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, বিপুল লোকসানে সংস্থাটির কার্যক্রম বন্ধ করে দেয়ার বদলে বিক্রির চেষ্টা করা হচ্ছে। তাতে মালিকেরা যেমন বড় ধরনের লোকসান থেকে বাঁচবেন, তেমনি মালিকানা বদলের পর সংস্থাটি ব্যবসায় টিকে থাকবে। শেষ পর্যন্ত বিক্রির প্রক্রিয়ার প্রচেষ্টা ব্যর্থ হলে সংস্থাটি বন্ধ করে দেয়ার বিকল্প ভাবনা আছে তাঁদের। অর্থাৎ নভোএয়ারের ভবিষ্যৎ এখন হয় বিক্রি, নয়তো বন্ধ হয়ে যাওয়া।
কোম্পানি সূত্রে জানা যায়, বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় কয়েক বছর ধরে দেশীয় মালিকানার বেসরকারি এই বিমান সংস্থার লোকসান বাড়তে থাকে। লোকসানের ধাক্কা সামাল দিতে এক থেকে দেড় বছর ধরে দেশি-বিদেশি ক্রেতা খুঁজছিলেন প্রতিষ্ঠানটির মালিকেরা। দেশীয় একজন উদ্যোক্তার সঙ্গে এ নিয়ে কথাবার্তাও হয়েছিল। কিন্তু বনিবনা না হওয়ায় বিক্রির সেই প্রক্রিয়া বেশি দূর এগোয়নি। এখন নতুন করে বিদেশি একটি প্রতিষ্ঠানের সঙ্গে বিক্রির প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও