• সোমবার, ০৫ মে ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাটে চারদলীয় নৈশ হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত মেঘনা ব্যাংক-এ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ফাউন্ডেশন ট্রেইনিং কোর্স উদ্বোধন মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা স্বাধীন সাংবাদিকতায় আজও বৈরী পরিবেশে টিকে থাকার লড়াই চলছে সংকট হচ্ছে, গণতন্ত্রই নেই: ফখরুল এবার আন্দোলনে কারিগরি শিক্ষকরা, দাবি পূরণে ৪ দিনের আল্টিমেটাম গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ অনেক কমে গেছে : নাহিদ ইসলাম প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে ভবিষ্যৎ ভালো হবে না : উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে কানামাছি খেলছে : রিজভী রাজনৈতিক সরকার এলে গণমাধ্যম সূচকে পেছাবো না, এ নিশ্চয়তা কে দেবে

বোরো ধানে মরা শীষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা,শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে চলতি মৌসুমে বোরো ধানক্ষেতে ব্যাপক আকারে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। ফলে ধানগাছ থেকে মরা শীষ বের হচ্ছে, যা দেখে শঙ্কায় দিন কাটাচ্ছেন এলাকার কৃষকরা। পোড়াগাঁও, নন্নী, নয়াবিল, বাঘবের, রামচন্দ্রকুড়া, নালিতাবাড়ী ও কাকরকান্দি ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি মাঠে এ পোকা আক্রমণ দেখা গেছে। কৃষকরা জানান, যথাযথ সার প্রয়োগ, ছত্রাক ও পোকামাকড়ের ওষুধ ব্যবহারের পরও ধানগাছ থেকে শীষ বের হওয়ার সময় তা শুকিয়ে যাচ্ছে, চিটা হয়ে যাচ্ছে ধান।
বারোমারী আন্ধারুপাড়া গ্রামের কৃষক কিতাব আলী, হাবিল উদ্দিন, বাদল মিয়া ও ফেরদৌস আলম বলেন, আমরা যথাসময়ে ইউরিয়া, এমওপি, ডিএপি সার দিয়েছি। কীটনাশকও ব্যবহার করেছি। তবু ধান মরে যাচ্ছে। এতে ফলন নিয়ে চিন্তায় আছি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর নালিতাবাড়ীতে ২৩ হাজার ১৩৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যদিও বেশিরভাগ জমিতে আবাদ ভালো হয়েছে, তবু কয়েকটি ইউনিয়নের ফসলের মাঠে মাজরা পোকার আক্রমণ পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক করে তুলেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, এটি মূলত মাজরা পোকার আক্রমণ। গাছের কাণ্ডে ঢুকে এই পোকা শীষ শুকিয়ে দেয়। যেটা ‘মরা শীষ’ হিসেবে দেখা দেয়। তবে একরে যদি পাঁচ শতাংশের বেশি মরা শীষ না হয়, তাহলে তেমন ক্ষতি হবে না। সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে পরামর্শ দেয়া হচ্ছে।
উল্লেখ্য, কৃষি বিভাগ এ বছর নালিতাবাড়ী থেকে ১৬টি কোম্পানির কীটনাশকের নমুনা ল্যাবে পাঠিয়েছে। কোনোটিতে ভেজাল প্রমাণিত হলে তা বাজারজাতকরণে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও