• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে : তারেক রহমান ‘বিতর্কিত’ স্ট্যাটাস দিয়ে চাকরি হারালেন তাপসী তাবাসসুম মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের উৎস: প্রধান উপদেষ্টা

প্রাইভেট জেটসহ ব্রাজিল কোচ হিসেবে ৮৪ লাখ টাকা বেতন পাবেন আনচেলত্তি

প্রভাত রিপোর্ট / ৪০ বার
আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পরই প্রথম গুঞ্জনটি সামনে এসেছিল। অতঃপর নানা নাটকীয়তায় কেটে গেল অনেকটা সময়। অবশেষে সব নাটকের পর্দা নামল সোমবার (১২ মে) রাতে। জানা গেল, ব্রাজিল ফুটবল দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলে অসামান্য সব অর্জন আনচেলত্তির। তাঁর হাত ধরেই ব্রাজিল ঘোচাতে চায় দুই দশকের বেশি সময় ধরে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ। ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ব্রাজিলের কোচ হিসেবে নির্ধারিত বেতন তো বটেই সঙ্গে আরও বেশ কিছু সুযোগ–সুবিধাও পাবেন আনচেলত্তি। ১৪ মাসের জন্য দায়িত্ব নেয়া আনচেলত্তিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বেতন হিসাবে মাসে প্রায় ৭ লাখ ডলার (প্রায় ৮৪ লাখ টাকা) করে দেবে। তাঁর বাৎসরিক বেতন হবে প্রায় ৮৮ লাখ ডলার (প্রায় ১০৬ কোটি টাকা)। বেতনের পাশাপাশি আনচেলত্তির জন্য থাকছে পারফরম্যান্স বোনাসও। যদি ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ জিততে পারে, তবে বেতনের পাশাপাশি বাড়তি প্রায় ৫৫ লাখ ডলার (প্রায় ৬৬ কোটি টাকা) বোনাস পাবেন অভিজ্ঞ এই কোচ।
বেতন ও বোনাসের বাইরে আরও বেশ কিছু সুবিধা আনচেলত্তিকে দেবে সিবিএফ। জানা গেছে, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আনচেলত্তি চলে আসবেন রিও ডি জেনিরোয়। যেখানে তাঁকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হবে এবং এই অ্যাপার্টমেন্টের পুরো টাকাও পরিশোধ করবে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ।
আনচেলত্তি রিওতে থাকলেও তাঁর পরিবার ও বন্ধুরা সবাই থাকবেন ইউরোপে। এই দূরত্ব ঘোচানোর জন্য আনচেলত্তিকে আরও একটি বিশেষ সুবিধা দেওয়া হবে। সিবিএফের কাছ থেকে তিনি পাবেন বিদেশ ভ্রমণের জন্য একটি প্রাইভেট জেট। ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি সিবিএফের অর্থায়নে একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিমার সুবিধাও পাবেন। পাশাপাশি থাকবে জীবন বিমার সুবিধাও।
ব্রাজিলের কোচের দায়িত্ব গ্রহণের বিষয়ে আনচেলত্তি আগামী মঙ্গলবার বিস্তারারিত কথা বলবেন বলে জানা গেছে। মায়োর্কার বিপক্ষে লিগ ম্যাচের আগে এই সাক্ষাৎকার দেবেন। এরপর আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব বুঝে নিতে ২৬ মে আনচেলত্তি ব্রাজিলে যাবেন বলে জানা গেছে। দায়িত্ব নেওয়ার পর পেরু এবং ইকুয়েডর ম্যাচের জন্য বিশ্বকাপ বাছাইয়ের দলও ঘোষণা করবেন তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও