• সোমবার, ১৯ মে ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

চট্টগ্রামে আ.লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ১৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা,চট্টগ্রাম : চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ মে) দিবাগত রাত ১টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি এই উত্তর জেলার রাউজান উপজেলায়। বায়েজিদ থানার ওসি আরিফুর রহমান বলেন, জিনাত সোহানা গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় করা কোতোয়ালি থানা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, জিনাত সোহানা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য। সাবেক অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটরের পাশাপাশি বেসরকারি কারা পরিদর্শক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি সাবেক সিডিএ সদস্য, ফারমিন গ্রুপের চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার ও বিজিএমইএরও সাবেক সদস্য ছিলেন। তার স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি। সর্বশেষ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও