• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন সংবিধান বদলাতে হবে, বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান : হাসনাত আব্দুল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না: নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৫ জনের মৃত্যুদণ্ড ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ হলো, বুঝে আসে না: প্রিন্স জাপানে শিক্ষাবৃত্তি ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, গেজেট প্রকাশ তিতাসে পাওনা টাকার জেরে রাজমিস্ত্রীকে হত্যা, দুই যুবক গ্রেপ্তার দুই বড় বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

ময়মনসিংহে এক বাড়িতেই ৮ গরু চুরি, আতঙ্কে ঘুম নেই এলাকাবাসীর

প্রভাত রিপোর্ট / ৭৯ বার
আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক রাতে এক বাড়িতেই তিন কৃষকের ৮টি গরু চুরি হয়েছে। গভীর রাতে তালা কেটে ওই গরু গুলো চুরি করে নিয়ে যায় চোরেরা। বুধবার (১৪ মে) রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার কৃষক আব্দুল লতিফ ভূঁইয়া তার সহোদর ভাই কাশেম ভূঁইয়া ও তাদের সহোদর চাচাতো ভাই আবু সাঈদ ভূঁইয়া। প্রতিদিনের মতো সন্ধ্যায় তারা গরুগুলো গোয়াল ঘরে উঠিয়ে তালা দিয়ে রাখেন। তালা কেটে দূধর্ষ গরু চোর তাদের ৩টি গোয়ালের সমস্ত গরুগুলো নিয়ে যায় এবং কৃষকেরা ভোরের দিকে গোয়াল ঘরে যায়। যেয়ে দেখে গোয়াল ঘরের দরজা খোলা কোনো গরু নেই। এতে তারা কান্নায় ভেঙে পরে। কান্নাকাটি শুনে এলাকাবাসী এই বাড়িতে ছুটে আসে এবং তারাও আবেগ আপ্লূত হয়ে পরে। চুরি হওয়া গরুগুলোর মধ্যে বড় ষাড় ২ টি, গাভী ৪টি ও বাছুর রয়েছে ২ টি। যার বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষাধীক টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এদিকে, একই বাড়ি থেকে একরাতে এতগুলো গরু চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গরুর মালিক আব্দুল লতিফ ভূইয়া বলেন, সন্ধ্যায় গোয়াল ঘরে গরু বেঁধে দরজায় তালা লাগিয়ে দেই। ভোরে উঠে দেখি গোয়ালঘরের দরজার তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখি ঘরে গরু নেই। এই গরুগুলোকে আমার সন্তানের মতোই যত্ন করতাম। এইগুলো হারিয়ে আজ আমি সর্বহারা। মনে হচ্ছে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলেছি, বলে তিনি কান্নায় ভেঙে পরেন। তিনি আরও বলেন, কিছুদিন আগে একটা বৈদ্যুতিক জলমোটর চুরি হয়। এতে আমার কষ্ট লাগে নাই। কিন্তু আজ মনে হচ্ছে আমি নিঃস্ব।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছি। চুরি হওয়া গরুগুলো উদ্ধার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও