প্রভাত স্পোর্টস: ইন্টার মায়ামির হয়ে মেসি পুরো ৯০ মিনিটই খেললেন, কিন্তু তেমন অবদান রাখতে পারলেন না। তাঁর নেওয়া পাঁচ শটের তিনটিই লক্ষ্যভ্রষ্ট, সাতবার ড্রিবল করতে গিয়ে চারবারই ব্যর্থ, পাসিংয়েও নিখুঁত ছিলেন না, সতীর্থদের গোল বানিয়ে দিতেও দেখা গেল না। মেসির এমন নিষ্প্রভ হয়ে থাকার দিনে মায়ামিও জিততে পারল না। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে সান হোসের সঙ্গে ড্র করল ৩–৩ গোলে। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার এই ক্লাবের পুরো নাম সান হোসে আর্থকোয়েকস, সংক্ষেপে ডাকা হয় কোয়েকস (বাংলা অর্থ ‘ভূমিকম্প’) নামে।
নিজেদের মাঠ পেপ্যাল পার্কে মেসিকে সাক্ষী রেখে প্রথমার্ধেই তিন গোল করে আক্ষরিক অর্থেই মায়ামিকে কাঁপিয়ে দিয়েছিল সান হোসে। গোল তিনটি করেছেন ক্রিস্তিয়ান আরাঙ্গো, বো লেরো ও ইয়ান হারকেস। তবে দুই দফা পিছিয়ে পড়ার পর আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দের জোড়া গোলে হার এড়াতে পেরেছে মায়ামি। মায়ামির প্রথম গোলটি করেছেন উরুগুইয়ান ডিফেন্ডার মাক্সিমিলিয়ানো ফালকন, সেটিও ম্যাচের ৩৫ সেকেন্ডেই, যা ক্লাবটির ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল। গত বছরের আগস্টে ৩১ সেকেন্ডে দ্রুততম গোলটি করেছিলেন লুইস সুয়ারেজ, ভেঙেছিলেন ২০২২ সালের অক্টোবরে ৩৩ সেকেন্ডে গোল করা লিওনার্দো কাম্পানার রেকর্ড। ব্যক্তিগত কারণে সুয়ারেজ ছুটি নেয়াতেই মূলত মায়ামির শুরুর একাদশে ঢুকেছেন আলেন্দে। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডই শেষ পর্যন্ত দলকে ১ পয়েন্ট এনে দিয়েছেন। ড্রয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার পাঁচেই রয়ে গেল মায়ামি। ১২ ম্যাচে ৬ জয়, ৪ ড্র ও ২ হারে মেসির দলের পয়েন্ট ২২। ওয়েস্টার্ন কনফারেন্সে খেলা সান হোসে ১৭ পয়েন্ট নিয়ে আছে ৭ নম্বরে। সাপোর্টারস শিল্ড জয়ের দৌড়েও খানিকটা পিছিয়ে পড়েছে মায়ামি। দুই কনফারেন্স মিলিয়ে ৩০ দলের অর্জিত পয়েন্টের তালিকায় ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাব বর্তমানে ৭ নম্বরে আছে।