• শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন সংবিধান বদলাতে হবে, বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান : হাসনাত আব্দুল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না: নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৫ জনের মৃত্যুদণ্ড ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ হলো, বুঝে আসে না: প্রিন্স জাপানে শিক্ষাবৃত্তি ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, গেজেট প্রকাশ তিতাসে পাওনা টাকার জেরে রাজমিস্ত্রীকে হত্যা, দুই যুবক গ্রেপ্তার দুই বড় বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

মুক্তাগাছায় বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সেমিনার

প্রভাত রিপোর্ট / ৫৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

দরাজ আলী, মুক্তাগাছা : ময়মনসিংহের মুক্তাগাছায় বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার বিকেল ৩টায় মুক্তাগাছা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদপ্তর (পিআইডি), ময়মনসিংহ-এর আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে মুখ্য প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ গোলাম মোস্তফা, পরিচালক, বিভাগীয় সমাজসেবা অফিস, ময়মনসিংহ। তিনি বলেন, বৈষম্য শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ও সাংস্কৃতিক স্তরেও বিরাজমান। এই বৈষম্য দূর করতে হলে রাষ্ট্রের পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিককে ভূমিকা রাখতে হবে।
সেমিনারে মুখ্য আলোচক হিসেবে মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে শিক্ষা, সচেতনতা ও মূল্যবোধের প্রসার জরুরি। সমাজের প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল দায়িত্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহ-এর উপপ্রধান তথ্য অফিসার মনিরুজ্জামান। তিনি বলেন, তথ্যই শক্তি। সঠিক তথ্য ও জনসচেতনতা গড়ে তুলতে পারলেই বৈষম্যের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। সেমিনারে গুরুত্বপূর্ণ এক বক্তব্যে মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী বলেন, বৈষম্যহীন সমাজ গড়তে হলে গণমাধ্যমকে হতে হবে নির্ভীক, নিরপেক্ষ ও দায়িত্বশীল।
পিআইডির সেমিনারে মুক্তাগাছা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। প্রাণবন্ত পরিবেশে উৎসাহ ও উদ্দীপনাময় প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা সমাজে ন্যায় ও সমতার প্রতিষ্ঠায় নিজেদের মতামত তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সমন্বয়ক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও