• রবিবার, ১৮ মে ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
অন্তর্বর্তী প্রশাসন ঘোষণার আল্টিমেটাম ৭ কলেজ শিক্ষার্থীদের কাল ফের মাঠে নামছেন কারিগরির শিক্ষার্থীরা চায়ের দাম বাড়লে শ্রমিকদেরও মজুরি বাড়বে: শ্রম উপদেষ্টা সরকার নির্বাচন দিতে যেন পিছপা হচ্ছে: ফারুক বর্ডার এত বিস্তৃত, প্রতিটি জায়গা গার্ড করা সম্ভব নয়: বিজিবি ডিজি গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র উপায় দ্রুত জাতীয় নির্বাচন: ড. আব্দুল মঈন খান আ’লীগের যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য তারা বিএনপিতে যোগ দিতে পারবেন : আমির খসরু মাহমুদ চৌধুরী উপদেষ্টা আসিফ মাহমুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা ছুটির দিনে অফিস, সচিবালয় ব্যাংকে উপস্থিতি কম নাজিরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে সমাজসেবা অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত

পিএসএলে যোগ দিলেন সাকিব

প্রভাত রিপোর্ট / ২ বার
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সে দ্বিতীয়বারের মতো নাম লেখালেন সাকিব আল হাসান। ইতিমধ্যে তিনি ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডেও যোগ দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল (রববার) লাহোরের জার্সিতে দেখা যেতে পারে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।
ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে এক সপ্তাহের মতো স্থগিত ছিল পিএসএল। আজ (শনিবার) থেকে ‍পুনরায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি মাঠে গড়াতে যাচ্ছে। এর আগে নিলামে কেউ আগ্রহ না দেখালেও, পরিবর্তিত পরিস্থিতি বিদেশি ক্রিকেটারের সংকট কাটাতে নতুন করে নেওয়া হয়েছে কয়েকজনকে। সেই ধারাবাহিকতায় সাকিবকে ভিড়িয়েছে লাহোর। তাদের হয়ে চলতি আসরে ৫টি ম্যাচ খেলেছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততায় আছেন।
এদিকে, পিএসএলের ক্যাম্পে সাকিবের যোগ দেওয়ার কথা এক ফেসবুক পোস্টে জানিয়েছে লাহোর। সাকিবের মতোই আরেকজনের বদলি হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপাকশে। সাকিব-রাজাপাকসে ও কুশল পেরেরাকে স্বাগত জানিয়ে লাহোর লিখেছে, ‘কুশল পেরেরা, সাকিব আল হাসান ও ভানুকা রাজাপাকশে ইসলামাবাদে পৌঁছেছেন এবং তারা তাদের সম্পন্ন করার ব্যাপারে বেশ মনোযোগী। বিদেশি কালান্দার্সরা এসে গেছে এবং পিএসএলের বাকি অংশে আলো ছড়াতে প্রস্তুত।’
পিএসএলের চলমান দশম আসরে শুরুতে দল পাননি সাকিব। নতুন করে তাকে দলে নেওয়া হয়েছে মূলত নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের জায়গায়। টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর এই কিউই তারকা দেশে ফিরে যান। এদিকে, পিএসএলের বাকি অংশের জন্য ডাক পাওয়ায় সাকিব অনাপত্তিপত্র বা এনওসি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন। তাতে সাড়া দিয়েছে বিসিবি।
আগামীকার (১৮ মে) রাত ৯টায় লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি ‍মুখোমুখি হবে। এই ম্যাচে লাহোরের একাদশে দেখা যেতে পারে সাবেক টাইগার অধিনায়ককে। অবশ্য লিগপর্বে এটাই লাহোরের শেষ ম্যাচ। দলটি প্লে-অফে উঠতে পারলে আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব। বর্তমানে পিএসএলের পয়েন্ট টেবিলে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে লাহোর। সেরা চারে থেকে লিগপর্ব শেষ করতে পারলে তারা প্লে-অফ নিশ্চিত করবে। এর আগে পিএসএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়িয়েছিলেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে তার অভিষেক হয়। এ ছাড়া পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার। পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড় এবং ১০৭.১৪ স্ট্রাইকরেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও