প্রভাত ডেস্ক: ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার অধিবাসীদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, সংবাদমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনকে ‘সত্য নয়’ বলে জানিয়েছে ত্রিপোলির মার্কিন দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আজ রোববার দেওয়া এক পোস্টে ত্রিপোলির মার্কিন দূতাবাস লিখেছে, গাজাবাসীদের লিবিয়ায় স্থানান্তরের কথিত পরিকল্পনা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়। গত শুক্রবার এনবিসি নিউজ এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন গাজার প্রায় ১০ লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়ায় সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
গাজা খালি করার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিসর, জর্ডান ও হামাস
পরিকল্পনাটির বিষয়ে জানাশোনা আছে, এমন পাঁচ ব্যক্তির বরাতে খবরটি প্রকাশ করেছে এনবিসি নিউজ। তাঁদের মধ্যে দুজন বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত।
ত্রিপোলিভিত্তিক লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্যের সরকার এখনো প্রতিবেদনটি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি।
গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার নেওয়ার পর গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে উপত্যকাটি খালি করার একটি পরিকল্পনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। এ জন্য তিনি গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিসর ও জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে দেশ দুটি ট্রাম্পের এই আহ্বান প্রত্যাখ্যান করে। তুমুল বিতর্ক-সমালোচনার মুখে গত মার্চে ট্রাম্প বলেছিলেন, ‘গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে কেউ সরিয়ে নেবে না।’ এরপর বিবৃতি দিয়ে ট্রাম্পের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছিল গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে পরের মাস এপ্রিলে ট্রাম্প আবার ফিলিস্তিনিদের সরিয়ে গাজা খালি করার কথা বলেন।