• শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আমাদের সামনে আরেকটি লড়াই আসছে : নাহিদ ইসলাম কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে মা-বাবা ও ছেলেসহ নিহত ৪ অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মিশন রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ বরপায় ফারহান ফাইয়াজ’র নামে বিদ্যালয়ের নামকরণ ও স্মরণসভা শ্যামলীতে গ্রেফতার সেই ছিনতাইকারীরা : গোয়েন্দা পুলিশ জানালো চাঞ্চল্যকর তথ্য নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের হোতা কারা, দেশের মানুষ জেনে গেছে: ফারুক এনবিআর চেয়ারম্যান অপসারণের আন্দোলন স্থগিত হলেও কমছে না প্রশাসনিক অস্থিরতা পরিকল্পিতভাবে গাজার সব ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল: বিবিসি শুভমান-সারার প্রেমের গুঞ্জন যেভাবে উসকে দিলো লন্ডনের এক অনুষ্ঠান

৯ মাসেও এই সরকার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি: ফারুক

প্রভাত রিপোর্ট / ১০৪ বার
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এদেশে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে— এ সরকার ৯ মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যে অধিকার ও দাবির জন্য আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে। সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছি। সফলতা অর্জন করেছি, সেই সফলতাকে ম্লান করে দিয়েছে সরকার।
রবিবার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে নবীন দলের উদ্যোগে ‘দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনার কাছে পাওয়ার কিছুই নাই। সংসদ সদস্য, ঠিকাদারি, লুটের টাকার ভাগ চাই না। আমরা একটা জিনিসই চেয়েছি, যারা শেখ হাসিনার আমলে রক্ত দিয়েছে, জেল খেটেছে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে জেল খেটেছেন, আমাদের সবার দাবি এদেশের মানুষের জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য আপনাকে (ড. ইউনূস) সরকারে বসিয়েছে। কোন দিন নির্বাচন দেবেন তা বলে দিতে অসুবিধা কোথায়? আমার মনে হয়, সরকার নির্বাচন দিতে বিলম্বিত করছে কারও কারও শক্তি সমর্থন জোগাড় করার জন্য। এসব টালবাহানা এদেশে চলবে না। আমরা ভেসে আসি নাই। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন, তাই আমরা ধৈর্য ধরে আছি। কিন্তু এই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত, তাহলে সেই ধৈর্যের বাঁধ আমরা ভেঙে ফেলবো। মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তখন যদি আমাদেরকে থামতে বলেনর, আমরা থামবো না। নির্বাচনের জন্য আমরা মাঠে নামবোই যদি সময় মতো নির্বাচন দেওয়া না হয়।
আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও