• বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

কাল সাকিব–মিরাজদের পিএসএল প্লে–অফে প্রতিপক্ষ কারা

প্রভাত রিপোর্ট / ৫৩ বার
আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এখন শেষের পথে। গ্রুপ পর্বের আর কোনো ম্যাচ বাকি নেই। নিশ্চিত হয়ে গেছে প্লে-অফের চার দল। এই চার দলের একটি লাহোর কালান্দার্স। যে দলে খেলেছেন রিশাদ হোসেন। পরে যোগ দিয়েছেন সাকিব আল হাসান, যোগ দেবেন মেহেদী হাসান মিরাজও। স্বাভাবিকভাবেই লাহোর কালান্দার্সকে নিয়ে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের আগ্রহ একটু বেশি। এখন সমর্থকদের মনে নিশ্চয় ঘুরপাক খাচ্ছে, প্লে–অফে লাহোরের প্রতিপক্ষ কারা।
শেষ চারের লড়াইয়ে লাহোর কালান্দার্স খেলবে ডেভিড ওয়ার্নারের করাচি কিংসের বিপক্ষে। করাচি পয়েন্ট তালিকার তিনে ও লাহোর চারে থেকে লিগ পর্ব শেষ করেছে। তাই প্লে–অফে এই দুই দলের লড়াইয়ের নাম হবে এলিমিনেটর। অর্থাৎ যে দল হারবে, সেই দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। যে দল জিতবে, সেই দল দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে যাবে।
ম্যাচটি হবে আগামীকাল বৃহস্পতিবার। করাচিতেই খেলার কথা ছিল আরেক বাংলাদেশি লিটন দাসের। চোটে পড়ে টুর্নামেন্ট শুরুর আগে ছিটকে না পড়লে হতে পারে এই ম্যাচেই সাকিব–মিরাজের মুখোমুখি হতেন লিটন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও