• বুধবার, ০২ জুলাই ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম

আসছে ৮ লাখ কোটি টাকার বাজেট

প্রভাত রিপোর্ট / ৭৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: ২০২৫-২৬ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী ২ জুন টেলিভিশনের পর্দায় বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সাধারণত জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিলুপ্ত হয়ে যায় দ্বাদশ সংসদ। এ বাজেট চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় প্রায় ১ শতাংশ কম। চলতি অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। জুনের প্রথম সপ্তাহে ঈদুল আজহা উদযাপিত হবে। ফলে প্রথমবারের মতো বৃহস্পতিবারের পরিবর্তে সোমবার (২ জুন) বাজেট পেশ করা হবে। আসছে বাজেটে থাকবে না কোনো রাজনৈতিক বাগাড়ম্বর ও বড় প্রকল্পের বাহাদুরি। বর্তমানে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করায় সংকোচনমূলক বাজেটের মাধ্যমে তা নিয়ন্ত্রণের চেষ্টা থাকবে সরকারের।
বাজেটে নাগরিকদের স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বাড়ানো ও সামজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হতে পারে। তবে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা থেকেই যাচ্ছে। এ শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের চলমান আন্দোলন।
এবার জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি ও করহার প্রায় ৪০ শতাংশ কমতে পারে। বর্তমানে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অঞ্চলভেদে প্রায় ১৪ শতাংশ থেকে ১৫ শতাংশ হারে বিভিন্ন ধরনের কর ও ফি রয়েছে। আগামী অর্থবছর এটি কমিয়ে ৮ শতাংশ থেকে ৯ শতাংশে নামিয়ে আনা হতে পারে বলে জানা গেছে। আসন্ন জাতীয় বাজেটে ব্যক্তি ও ব্যবসায়ীদের ওপর করের চাপ কমাতে করমুক্ত আয়ের সীমা বাড়ানো ও নির্দিষ্ট কিছু নিয়ম শিথিলসহ বেশকিছু উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। গত কয়েক বছরের দীর্ঘস্থায়ী উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যক্তিপর্যায়ে কিছুটা স্বস্তি দিতে এসব ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে।
বাজেট এলেই প্রতিবছর সিগারেটের দাম বাড়ে। তবে আসন্ন বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের দাম না বাড়ানোর প্রস্তাব থাকতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। এবার থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। এসি-ফ্রিজ-মোবাইল ফোনে ভ্যাট বাড়নো হবে। বিদেশ থেকে বছরে একবার স্বর্ণ আনার সুযোগ থাকছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে যেহেতু রাজস্ব আহরণে তেমন গতি নেই, তাই সরকার সংকোচনমূলক বাজেট দিতে যাচ্ছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। তবে এ বাজেট পুরোপুরি বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সর্বোচ্চ ৮০ থেকে ৮৫ শতাংশ বাস্তবায়ন হতে পারে। আর স্বাভাবিক সময়ে পূর্বের অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৪ থেকে ৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে নতুন বাজেট ঘোষণা করা হয়। কিন্তু আগামী অর্থবছরের ক্ষেত্রে ঘটতে যাচ্ছে ব্যতিক্রম। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
এ বাজেট চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় প্রায় ১ শতাংশ কম। চলতি অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। তবে এ বাজেট বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নেই। ফলে এরই মধ্যে সংশোধন করে বাজেটের আকার সাত লাখ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।
আগামী অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে সরকার। আর বাজেট ছোট করা হলেও কর্মসংস্থানের ওপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সে জন্য গ্রামীণ পর্যায়ে রাস্তাঘাট নির্মাণ, সংস্কারসহ গ্রামীণ অবকাঠামো খাতের কর্মযজ্ঞ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। তবে বড় তেমন কোনো প্রকল্প নেওয়া হবে না। এরই মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। গত রবিবার অনুমোদিত এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল এডিপির তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম। এটি সরকারের কৃচ্ছ্রসাধন নীতিরই বহিঃপ্রকাশ।
এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বিভিন্ন সাংবাদিকদের জানিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই মূল অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করা হবে। এ ছাড়া বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সাশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিশেষ নজর দেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানো হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও