• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
এসএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২৮৫ পেয়ে তাক লাগিয়ে দিলো নিবিড় আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল ক্ষমতায় যেতে নয়, বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর জাবি শিক্ষার্থীর বাবার মৃত্যু, মৌমিতার ১০ বাস আটক সংবিধানে পরিবেশ অধিকারকে ‘মৌলিক অধিকার’ করার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ ঐকমত্যে পৌঁছালে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র: আসিফ মাহমুদ অচেনা ফোনকল, বিমানে বোমা থাকার হুমকি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া হেফাজতে ইসলামের

ঝিনাইদহ সীমান্ত গেট খুলে ৫৪ জনকে বাংলাদেশে পাঠিয়ে দিলো বিএসএফ

প্রভাত রিপোর্ট / ২৯ বার
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, ঝিনাইদহ: ভারতের হরিয়ানা ও গুজরাটে বসবাসকারী ৫৪ জনকে সীমান্তের গেট খুলে দিয়ে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২৫ মে) বিকেল ৪টার পরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন কুসুমপুর ও বেনীপুর সীমান্ত দিয়ে এ পুশইনের ঘটনা ঘটে। পরে কুসুমপুর ও বেনীপুর বিওপির পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৯ জন নারী ও ২৪ জন শিশু। রবিবার রাত সাড়ে ৯টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকদের মধ্যে রয়েছেন, খুলনার দাকোপ থানার কামারখোলা গ্রামের শামসুর শিকদারের ছেলে হাকিম সিকদার (৫২), হাকিম শিকদারের ছেলে শাহাজান সিকদার (২১), নড়াইলের কালিয়া থানার বিষ্ণুপুর গ্রামের আপন মল্লিক (৫১), একই গ্রামের মালেক হাওলাদারের ছেলে মনি হাওলাদার (২৮), লালমনিরহাট সদরের খোরারপুল গ্রামে শাহজাদার ছেলে জাহাঙ্গীর আলম (৩২), জাহাঙ্গীর আলমের ভাই জিয়ারুল (২৩) ও রাসেল (২১), কুড়িগ্রামের নাগেশ্বরী থানার জয়মঙ্গল গ্রামের আইয়ুব আলীর ছেলে ইউসুফ আলী (২৬), একই গ্রামের জাকারিয়া হোসাইন (২৮) ও একই উপজেলার তেলীপাড়া গ্রামের মজিবর আলীর ছেলে আইয়ুব আলী (৫০)।
আটকদের বরাত দিয়ে বিজিবি জানিয়েছে, ভারতের গুজরাট থেকে নিজ উদ্যোগে বাংলাদেশে ফেরার জন্য সীমান্তে আসেন ৪৫ জন। পরে গত শনিবার (২৪ মে) তারা বিএসএফের হাতে আটক হন। এক পর্যায়ে সীমান্তের ৬২/২-এস এবং ৬২/৩-এস পিলারের মধ্যবর্তী গেট খুলে দিয়ে বিএসএফ আটকদের বাংলাদেশে ঢুকিয়ে দেয়। পরে কুসুমপুর বিওপির হাবিলদার শিশির হালদারের নেতৃত্বে বিজিবি তাদের আটক করে।
এদিকে একই ভাবে মহেশপুর ৫৮ বিজিবির অধীন বেনীপুর বিওপি এলাকায় সীমান্ত গেট খুলে ৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ।
আটকদের বরাতে বিজিবি জানিয়েছে, শনিবার (২৪ মে) ভারতের হরিয়ানা পুলিশ ৯ জনকে আটক করে। পরে বাসযোগে তাদের মহেশপুর ৫৮ বিজিবির অধীন জীবননগর সীমান্তের ওপারে বিএসএফ ক্যাম্পে রেখে যায় হরিয়ানা পুলিশ। পরে রোববার বিকাল ৪ টার দিকে সীমান্তের ৬২/২-এস এবং ৬২/৩-এস পিলারের মধ্যবর্তী গেট খুলে বিএসএফ ওই ৯ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। পরে তারা বিজিবির হাতে আটক হন।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকরা ৫৪ জন ভারতের হরিয়ানা ও গুজরাটে বসবাস করতেন। ভারতে আটক হওয়ার পর তাদেরকে সীমান্ত গেট খুলে দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। পরে তারা বিজিবির টহল দলের হাতে আটক হন। আটকদের চুয়াডাঙ্গার জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
একই দিনে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক আরও ১৩ জন: এদিকে একই দিন ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন নিমতলা, শ্যামকুড় ও মাটিলা বিওপির পৃথক অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ১৩ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে পাঁচজন নারী ও দুজন শিশু। আটকরা কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। আটকদের মধ্যে ৮ জনকে মহেশপুর থানায় ও বাকি ৫ জনকে চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটকদের অধিকাংশই জীবননগর থানার এখতিয়ারাধীন এলাকায় আটক হয়েছেন। তাদেরকে জীবননগর থানার মামলায় আসামি করা হতে পারে। মহেশপুর থানার অধীনে আমরা ৮ জনকে পেয়েছি। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও