• রবিবার, ২০ জুলাই ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
জুলাইয়ের ১৯ দিনে প্রবাসী আয় ১৮ হাজার কোটি টাকা অতীতের শাসকেরা কেউ দিল্লিকে, কেউ লন্ডনকে সেকেন্ড হোম বানিয়েছে : হাসনাত বেরোবিতে সক্রিয় ছাত্রদল-শিবির, প্রতিবাদে প্রশাসনকে শাড়ি-চুরি ‘উপহার’ এনসিপির সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ, শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দ্রুতই অমীমাংসিত বিষয়ে ঐকমত্য হবে, আশা আলী রীয়াজের সোহাগ হত্যার ঘটনায় দোষ স্বীকার করলো মূল হোতা মহিন জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জের ঘটনায় চার হত্যা মামলা, আসামি ৬ হাজার তিস্তার পানি বাড়ছে, বন্যার শঙ্কা টাইফুন উইফা: হংকংয়ে মুসল্লিদের সুরক্ষায় মসজিদের কার্যক্রম সাময়িক বন্ধ

ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ২৪ বার
আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: এবার ঈদযাত্রায় কোনও অবস্থাতেই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না। অনভিজ্ঞ কোনও চালক রাখা যাবে না। তাছাড়া চালকদের যথাযথ বিশ্রাম নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। ভাড়া যথাযথভাবে নেওয়া হচ্ছে কি না, তা তদারকির জন্য একটি কমিটি গঠন করা হবে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে নিরাপদ ঈদযাত্রা নিয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদযাত্রায় বাসভাড়া সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেওয়া যাবে না। এ বিষয়ে মালিকরাও একমত হয়েছেন। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। গতবার যাত্রা নির্বিঘ্ন ছিল, আশা করছি এবারও তেমন হবে। তিনি আরও বলেন, অনভিজ্ঞ ড্রাইভার দিয়ে যাতে গাড়ি চালানো না হয়, সে বিষয়ে নিষেধ করা হয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, তারা এ নির্দেশনা মেনে চলবেন। একইসঙ্গে, যাত্রী ছদ্মবেশে ডাকাত ওঠা ঠেকাতে বাসে উঠলে সবার ছবি নেওয়া হবে। প্রতি বাসে তিনজন নিয়োজিত থাকবেন, যাদের কাছে প্রশাসনের ফোন নম্বর থাকবে। যাত্রাপথে কোনও ঝামেলা হলে তারা তাৎক্ষণিকভাবে মালিকপক্ষ ও প্রশাসনকে জানাবেন।
রাজধানীর নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, এবার ঈদের বড় ছুটি ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। রাজধানীসহ সারা দেশ যেন নিরাপদ থাকে, সে বিষয়ে সবাই সজাগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে। তবে জরুরি ছুটি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও