• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যবসায়ীকে হত্যা, ২ নেতাকে আজীবন বহিষ্কার করলো যুবদল সব হত্যাকাণ্ড ও ধর্ষণের বিচার দাবিতে ঢাবিতে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা: প্রতিবাদে উত্তাল ঢাবি রাজধানীতে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা, চট্টগ্রামে বিক্ষোভ ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিটফোর্ডে শতাধিক লোকের সামনে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা এসএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২৮৫ পেয়ে তাক লাগিয়ে দিলো নিবিড় আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল ক্ষমতায় যেতে নয়, বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর

নগর ভবনে তালা দিয়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

প্রভাত রিপোর্ট / ১৭ বার
আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। রবিবার (২২ জুন) বেলা ১১টা থেকে এই বিক্ষোভ শুরু করেন তারা। এ নিয়ে ৩৯ দিনের মতো নগর ভবনে তালা ঝুলছে। ফলে সেবা বঞ্চিত হচ্ছেন ঢাকা দক্ষিণের প্রায় এক কোটি নাগরিক। সরেজমিনে দেখা যায়, নগর ভবনে ঢোকার প্রধান ফটকে তালা লাগানো। ফলে ভবনের ভেতরে কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহিতারা ঢুকতে পারছেন না। ফটকের সামনে ইশরাক সমর্থকরা বিক্ষোভ করছেন। তারা ইশরাককে দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ করে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে স্লোগান দিচ্ছেন। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন গোপীবাগের বাসিন্দা আমিনুল হক। তিনি বলেন, ২০২০ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে ইশরাক বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু নির্বাচনী ফলাফল কারচুপি করে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন এ ফলাফল বাতিলের দাবিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন ইশরাক। পরে নির্বাচনী ট্রাইবুনাল ইশরাক হোসেনকে বিজয়ী করে। নির্বাচন কমিশনও ইশরাককে মেয়র ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করে। কিন্তু এ গেজেট প্রকাশের দুই মাসের বেশি সময় পরও ইশরাককে শপথ পড়ায়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাই তারা আন্দোলন করছেন।
হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত সেবার জন্য নগর ভবনে যান কাকরাইলের মাসুদ হোসেন। কিন্তু নগর ভবনে তালা দেখে তিনি ফিরে যান। আলাপকালে মাসুদ বলেন, তার হোল্ডিং ট্যাক্স নির্ধারণ নিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে জটিলতার সৃষ্টি হয়েছে। এটির সমাধানের জন্য এক মাসের বেশি সময় নিয়ে ঘুরছি। কিন্তু আন্দোলনের কারণে নগর ভবনে ঢুকতেই পারছি না। সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরও নগর ভবনে যেতে পারছেন না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও