রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
Proval Logo
প্যারিস অলিম্পিক

৫১ বছর বয়সে পদক জিতলেন তুর্কি শুটার

প্রকাশিত - ০৪ আগস্ট, ২০২৪   ১২:২৪ এএম
webnews24

প্রভাত ডেস্ক : প্যারিস অলিম্পিকে বিশ্বকে চমকে দিয়েছেন তুরস্কের শুটার ইউসুফ ডিকেচ। না কোনো সোনা জেতেননি বা রেকর্ড গড়েননি। তবুও পুরো বিশ্বের নজর কেড়েছেন এই তুর্কি শুটার। ৫১ বছর বয়সে পদক জিতেছেন তিনি।

১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপা জিতেছেন ইউসুফ। সেখানে সঙ্গী সেভাল ইলায়দা তারহানকে নিয়ে রুপা জেতেন এই তুরস্কের ক্রীড়াবিদ। সোনা জয়ের লড়াইয়ে হেরে যান সার্বিয়ার কাছে। তবুও ভক্তদের মনে ঠিকই জায়গা করে নিয়েছেন এই শুটার।

সাধারণত শুটিংয়ে শুধু বন্দুকের পাশাপাশি আরও কিছু সরঞ্জাম দরকার হয়। একটি একটি বিশেষ চশমা পরতে হয়। যার এক দিক ঢাকা থাকে। মূলত দৃষ্টি ঠিক রাখার জন্যই এই চশমা পরে থাকেন শুটাররা। সেইসঙ্গে বাইরের আওয়াজ যাতে কানে না আসে তার জন্য একটি বিশেষ ধরনের হেডফোনও পরতে হয়।

তবে এইসব কিছুই ব্যবহার করেননি ইউসুফ। সাধারণ চশমা তুরস্ক লেখা সাদা রঙের একটি টি-শার্ট পরে লড়াইয়ে নেমেই পদক জিতেছেন এই শুটার। যা বেশ অবাক করেছে ভক্তদের।  
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন