বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
Proval Logo

৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা

প্রকাশিত - ০৫ আগস্ট, ২০২৪   ০২:১৩ এএম
webnews24

প্রভাত প্রতিবেদক : সরকারি-বেসরকারি অফিসে সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার (৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়,  সোম, মঙ্গল ও বুধবার নির্বাহী আদেশে দেশের সকল সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে ২১ থেকে ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর অফিস আদালত স্বল্প পরিসরে খুলে দেয়া হয়।

গত সপ্তাহের রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) এই তিন দিন সরকারি ও বেসরকারি অফিস চলেছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর বুধ (৩১ জুলাই) ও বৃহস্পতিবার (১ আগস্ট) ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস চালু ছিল।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন