প্রভাত প্রতিবেদক : সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল ১০টার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকাল সাড়ে ১০টার দিকে ভার্চুয়ালি এ সভা হওয়ার কথা ছিল।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, রোববার (১১ আগস্ট) থেকে বিচার কাজ শুরু হবে কি না, অথবা উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিলো সভায়।
তবে প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে পদত্যাগ দাবি ও ফুল কোর্ট সভা বন্ধের আল্টিমেটাম দিয়েছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।
প্রভাত/এআর