বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
Proval Logo

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানসহ ৯ জনের জামিন নামঞ্জুর

প্রকাশিত - ০৬ জুন, ২০২৪   ১২:০৪ এএম
webnews24

প্রভাত সংবাদদাতা, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে হত্যা মামলায় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম হালদারসহ ৯ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। জামিন নামঞ্জুর হওয়া ব্যক্তিদের মধ্যে আরিফুল ইসলাম ছাড়াও তার ভাই কামার খাড়া ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান হালদার ও চাচা টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদারও রয়েছেন। বুধবার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান তাদের জামিন নামঞ্জুর করেন। এর আগে, আসামিদের উপস্থিতিতে দীর্ঘ শুনানি হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মুক্তার হোসেন খোকন বলেন, হত্যা মামলায় প্রাথমিকভাবে জামিন নামঞ্জুর হওয়ায় আমরা খুশি। আশা করি বাদীপক্ষ মামলার সুষ্ঠু বিচার পাবেন। উল্লেখ্য, গত ৮ এপ্রিল জেলার টঙ্গিবাড়ি উপজেলার দিঘীরপাড় বাজার এলাকার পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. সোহরাব খানকে। এ ঘটনায় মো. আরিফুল ইসলাম হালদারকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। পরে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আরিফুল ইসলাম হালদার। বুধবার নিম্ন আদালতে হাজির হলে আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন।
প্রভাত/আসো
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বাগেরহাটে বেশিরভাগ ডিলার আত্মগোপনে :