শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
Proval Logo

হাসপাতাল চত্বরে চিকিৎসকদের বৃক্ষরোপণ

প্রকাশিত - ১১ জুন, ২০২৪   ০২:২৮ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : পরিবেশের ভারসাম্য রক্ষায়, হাসপাতালের সৌর্ন্দয বর্ধন ও রোগীদের জন্য পর্যাপ্ত গাছের ছায়ার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে  সোমবার সকাল ৯টায় গাছের চারা রোপণ করা হয়। ৫০ শয্যার পাচঁবিবি উপজেলাী মহীপুর এ হাসপাতালে কর্মরত্ব ডাক্তার নার্স ও কর্মচারিরা আম, জাম, লিচু, কামরাঙ্গা, বড়ই ও বিভিন্ন ওষূিধ গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্লানিং অফিসার ডা. মো. তানসিফ জোবায়ের, সার্জারী বিভাগের কনসালটেন্ট ডা. মো. সাবা-আল-গালিব ও দন্ত বিভাগের সার্জন ডা. মো. হাবিবুল হাসান প্রমুখ। পরিবেশের ভারসাম্য রক্ষাসহ হাসপাতালের সৌর্ন্দয বর্ধন ও রোগী সাধারণের জন্য পর্যাপ্ত গাছের ছায়ার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সোমবার গাছের চারা রোপণ করা হয় বলে জানান, উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্লানিং অফিসার ডা. মো. তানসিফ জোবায়ের।
প্রভাত/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বাগেরহাটে বেশিরভাগ ডিলার আত্মগোপনে :