প্রভাত রিপোর্ট : সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী। অবরোধের কারণে শাহবাগ এলাকায় গাড়ি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে শাহবাগের আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ।
তবে ফার্মগেট থেকে শাহবাগমুখী যানবাহনগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তা এবং বাংলামোটর হয়ে অপর পাশে কিছু গাড়ি নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে এবং চাঁনখারপুল হয়ে চলাচল করছে। তবে স্বল্প গাড়ি চলাচল করায় চরম ভোগান্তিতে যাত্রীরা। বিশেষ করে শাহবাগে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই শাহবাগ এলাকা থেকে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন।
নাসির উদ্দিন নামে মধ্যবয়স্ক এক ব্যক্তি জাগো নিউজকে বলেন, ‘পিজি হাসপাতালে আমার ভাই ভর্তি। বিছানাপত্র নিয়ে তাকে দেখতে এসেছিলাম। কিন্তু বাস বাংলামোটরে নামিয়ে দিয়েছে। সেখান থেকে হেঁটে হাসপাতালে এসেছি। কাজ শেষ করে ফিরে যাবো কিন্তু এখানে কোনো গাড়ি নেই। বাসে যেতে হলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পর্যন্ত হেঁটে যেতে হবে।’
সোহেল রানা নামে আরেকজন বলেন, ‘আমি আজিমপুর থেকে মহাখালী যাবো। বাস কাঁটাবনে নামিয়ে দিয়েছে। কাঁটাবন থেকে হেঁটেই শাহবাগ এলাম। এখানে এসে দেখি বাংলামোটর ছাড়া মহাখালীর বাস পাওয়া যাবে না। শুধু আমি নই, অনেকেই এভাবে হেঁটে চলাচল করছেন।’ এদিকে, এখনো (বিকেল ৪টা) শাহবাগ অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।