শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
Proval Logo

গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করতে যাচ্ছেন বাইডেন

প্রকাশিত - ১১ জুলাই, ২০২৪   ১১:৪০ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিতর্কে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর বৃহস্পতিবার প্রথম তিনি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করতে যাচ্ছেন। বিতর্কে দুর্বল পারফরমেন্স কঠিন চাপের মুখে পড়া বাইডেনের পুন:নির্বাচনের পথ বন্ধ করে দিতে পারে। খবর এএফপি’র।

ন্যাটো শীর্ষ সম্মেলনে বয়স ও স্বাস্থ্য নিয়ে নিজের ডেমোক্র্যাটিক দলের ক্রমবর্ধমান সমালোচনার চাপ প্রশমনের প্রচেষ্টারত ৮১ বছর বয়সী বাইডেনের দিকে বিশ্বের নজর থাকবে।

 হোয়াইট হাউস এটিকে একটি ‘বিগ বয়’ প্রেস কনফারেন্স বলে আখ্যায়িত করেছে এবং তিনি যে এ ধরনের কনফারেন্স পরিচালনা করতে পারেন তা প্রমাণে বাইডেন চাপের মুখে রয়েছেন। ট্রাম্পের সাথে বিতর্কে বিপর্যয়ের পর বাইডেন তার প্রেসিডেন্টের মেয়াদকালে এক বিরল চাপের মুখে পড়েছেন।

ওয়াশিংটন ডিসি কনফারেন্স সেন্টারে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠেয় এই সাংবাদিক সম্মেলনে বাইডেনের যে কোনও ভুল পদক্ষেপ তার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে ডেমোক্র্যাটদের আহ্বানকে আরো জোরদার করতে পারে।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন