শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১
Proval Logo

ধনী ও সামর্থ্যবানদের করের জালে আনুন, মূল্যস্ফতি রোধে বিশেষ ব্যস্থা নিন : ইনু

প্রকাশিত - ১১ জুন, ২০২৪   ০২:৩৪ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : জাতীয় সমাজতান্ত্রিক দলÍজাসদের উদ্যোগে আজ ৯ জুন ২০২৪, রবিবার, সকাল ১০ টায়, জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ২০২৪Í২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পর্যালোচনা সভা করে। জাতীয় সমাজতান্ত্রিক দলÍজাসদের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। পর্যালোচনা বিষয়বস্তু উপস্থাপন করেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এবং সভা সঞ্চালনা করেন জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, মানুষের বয়স যেমন বাড়ে বছর বছর বাজেটের আকারও তেমন বাড়ছেÍতাই বাজেটের আকার বাড়ায় কৃতিত্ব নেই তাই এবারের বাজেট গতানুগতিক বাজেট। তিনি বলেন, দাগী ঋণখেলাপিদের বিশেষ ট্রাইবুনালে নিয়ে তড়িঘড়ি করে  খেলাপী ঋন আদায়ের ব্যবস্থা নিতে হবে। জনাব ইনু বলেন, উপজেলায় রাজস্ব অফিস স্থাপন করে ইউনিয়নের গ্রোথ সেন্টার, ইউনিয়নের স্থায়ী দোকানদার বা ব্যবসায়ীদেও কর জালে এনে লাখো কোটি টাকা রাজস্ব বাড়ানো সম্ভব। তিনি আরও বলেন, চলমান অর্থনৈতিক সংকটের যে ধাক্কায় আমরা বিপর্যস্ত এবং বাজারে নিত্যপণ্যের উচ্চ মূল্য ডলার সংকট, সুদের হারের গন্ডগোল, ব্যাংকের বিশৃঙ্খলা, রাজস্ব আনয়নে ধীরগতি এবং সমগ্র অর্থনীতিতে যে অনাস্থা ভাব ও অর্থনীতিতে যেশাসন প্রক্রিয়ার অনুপস্থিতি পরিলক্ষিত হচ্ছে, সবকিছু মিলিয়ে একটা অর্থনৈতিক সংকট সময় পার করছি। এসব ধাক্কা সামলানোর বাজেট আমরা আশা করেছিলাম। এই বাজেটে অর্থমন্ত্রী সব সমস্যা চিহ্নিত করেছেন। কিন্তু এর কোনও সমাধান নেই। বাজেটে বরাদ্দের হেরফের আছে কিন্তু ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য ক্রাইসিস স্টেপ নেই। তিনি বলেন, আধুনিক অর্থনীতির সঙ্গে তালেবানী শাসন চাওয়ার রাজনীতি চলেনা। বিজ্ঞানের বিরুদ্ধে তালেবানী মিছিল বন্ধ করতে হবে।

প্রভাত/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ওবায়দুল কাদেরের বিবৃতি