বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
Proval Logo

রবীন্দ্রভারতীতে পিএইচডির সুযোগ

প্রকাশিত - ১৮ জুন, ২০২৪   ১১:২১ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : বিভিন্ন বিষয়ে পিএইচডি-র সুযোগ দিচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসের অধীনস্থ বিভিন্ন বিভাগে পিএইচডি-র সুযোগ পাবেন পড়ুয়ারা। এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। বুধবার থেকেই আগ্রহীরা আবেদন জানাতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসের মোট ছ’টি বিভাগে পিএইচডি-র সুযোগ মিলবে। এর মধ্যে রয়েছে— রবীন্দ্রসঙ্গীত, নাচ, নাটক, যন্ত্রসঙ্গীত, ভোকাল মিউজ়িক এবং মিউজ়িকোলজি। সংশ্লিষ্ট বিভাগগুলিতে যথাক্রমে ২টি, ৪টি, ১৯টি, ৭টি এবং ৩টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

বিভিন্ন বিভাগে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ/ মৌখিক পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের যোগ্যতা যাচাইয়ের পর ভর্তি নেওয়া হবে। তিন ঘণ্টার লিখিত পরীক্ষায় মোট নম্বর থাকবে ১০০। এর পর উত্তীর্ণরা ১০০ নম্বরের ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা দিতে পারবেন। তবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে ছাড় পাবেন নেট/ সেট/ গেট উত্তীর্ণরা। যাঁরা কোনও টিচিং (শিক্ষকতা) ফেলোশিপ প্রাপক অথবা যাঁদের এমফিল ডিগ্রি রয়েছে, তাঁদেরও কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ দিলেই চলবে। আবেদনকারীদের এর জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নম্বরের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তরা।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। একই সঙ্গে কোর্স ফি বাবদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ৭ হাজার টাকা এবং অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ৭ হাজার ১০০ টাকা জমা দিতে হবে। আগামী ১০ জুন আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।
প্রভাত/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক নেতৃবৃন্দ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সংবাদ সম্মেলন