বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
Proval Logo

শ্রীলঙ্কান লিগে খেলতে গেলেন শরিফুল

প্রকাশিত - ০৩ জুলাই, ২০২৪   ০৭:৫৯ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে বিশ্বকাপের পরপরই রওনা হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন, মুস্তাফিজ, তাওহিদ হৃদয় । একই ফ্লাইটে উড়ে গেছেন তারা। এলসিএল শুরু হয়ে যাবার পর আরো একজন জাতীয় দলের ক্রিকেটার খেলার সুযোগ পেলেন। টাইগার পেসার শরিফুল ইসলামকে  সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ক্যান্ডি ফ্যালকনস। ক্যান্ডি ফ্যালকনসে ওয়ানিন্দু হাসারাঙ্গার অধিনায়কত্বে খেলবেন শরিফুল। এই দলে আছেন আন্দ্রে ফ্লেচার, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশমš’ চামিরা, দাসুন শানাকার মতো ক্রিকেটাররা।

এদিকে একটি ম্যাচ খেলেন মুস্তাাফিজ আর তাওহিদ হৃদয়। তাসকিনের অবশ্য প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরেক পেসার শরিফুল ইসলাম। আজ বুধবার দুপুর আড়াইটায় শ্রীলঙ্কার উদ্দেশ্য দেশ ছাড়েন শরিফুল।  

আগের আসরগুলোতে বি–লাভ ক্যান্ডি নামে অংশ নিয়েছিল তারা। এবার নাম আর ফ্র্যাঞ্চাইজ বদলে তারা খেলছে নতুন নামে। যদিও দলের মূল খেলোয়াড়দের অনেকেই আছেন। এবারের এলপিএলে শুরুটা ভালোই করেছে শরিফুলের দল ক্যান্ডি ফ্যালকনস। প্রথম ম্যাচেই তারা তাওহিদ হৃদয়, মোস্তাফিজের ডাম্বুলা সিঙার্সকে হারিয়েছে ৬ উইকেটে। দ্বিতীয় ম্যাচে বর্তমানে তারা খেলছে কলম্বোর বিপক্ষে।
প্রভাত/মালি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন