বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
Proval Logo

‘আমার মন বিশ্বাস করতে চায় না, মা আর নেই’

প্রকাশিত - ১৩ মে, ২০২৪   ০২:১৯ পিএম
webnews24

জন্মদাত্রী হিসেবে প্রত্যেকের জীবনে মায়ের স্থান সবার ওপরে। মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর জন্য বিশেষ দিনের প্রয়োজন নেই। তারপরও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালন করা হয়। আজ ‘বিশ্ব মা দিবস’। বিশেষ এই দিনে মাকে স্মরণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি।  

চলতি বছরের ২৪ মার্চ না ফেরার দেশে চলে যান নায়িকা পূজার মা। মাকে স্মরণ করে স্মৃতি শেয়ার করে পূজা বলেন, “মায়ের ডানায় নিজেকে সবচেয়ে নিরাপদ ভাবতাম আমি। আমাদের বয়সের পার্থক্য অনেক। তবু ছিলাম বন্ধু আমরা। আমি যেমন মাকে বিশ্বাস করতাম, মা-ও বিশ্বাস করতেন আমাকে। সারাক্ষণ আমার আশেপাশেই থাকতেন। প্রায়ই বলতেন, ‘পূজা আমার হাতের লাঠি, আমার শক্তি।”

পূজা এখনো বিশ্বাস করতে পারেন না, তার মা বেঁচে নেই। তা জানিয়ে পূজা চেরি বলেন, ‘আমার মন এখনো পুরোপুরি বিশ্বাস করতে চায় না যে, আমার মা আর নেই। মনে হয় আমার সঙ্গেই আছেন মা। বাসায় মায়ের ঘরটা এখন খালি। কিন্তু আমি সবসময় ভাবি, মা ঘরেই আছেন। আসলে ভুলে যাই মা আর নেই। আগে যেমন বাসা থেকে কাজে বের হলে, রুমের সামনে দাঁড়িয়ে বলতাম, মা আমি বের হলাম। এখনো ভুল করে সেটা বলে ফেলি।’

মায়ের স্বপ্নপূরণ করতে চান পূজা। তা জানিয়ে এ অভিনেত্রী বলেন, “মা আমাকে শক্ত মনের মানুষ মনে করতেন। বলতেন— ‘সামনে যতই বাধা আসুক তুমি সেটা ডিঙাতে পারবে।’ মায়ের ধারণা, পেশাগত জায়গায় আমি অনেক বড় হব। আর মায়ের সেই স্বপ্নটা আমাকে পূরণ করতেই হবে। মা যেখানেই থাকুক, ভালো থাকুক।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন