প্রভাত রিপোর্ট: রাজধানীর ভাষানটেকের বিআরপি বস্তিতে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ বস্তিতে আগুন লাগে। আগুন নেভাতে সেখানে গেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় বিআরপি বস্তিতে আগুন লাগে। আগুন লাগার ঘটনার জানার পরপরই মিরপুর ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে গেছে।
ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম আজ বেলা সাড়ে ১১টার দিকে বলেন, আগুন এখনও জ্বলছে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ করছে।