• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে, আর কিছু বলা যাবে না: বিক্রম মিশ্রি চুরি যাওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে বাংলাদেশ প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মিয়ানমার সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় কারাবন্দিদের জন্য ঈদে পোলাও মাংস, স্বজনদের ফুল দিয়ে বরণ ডেমরায় বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় লিপিকে ঈদের ফিরতি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে বিআরটিএ নেত্রকোণার ভ্রাম্যমান আদালত ঈদের ফিরতি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে বিআরটিএ নেত্রকোণার ভ্রাম্যমান আদালত ঈদ পরবর্তী নেত্রকোণা বিআরটিএ ও পুলিশের যৌথ অভিযান

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রভাত রিপোর্ট / ৩৪ বার
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

মোঃ রুবেল সরকার, সিরাজগঞ্জ: আজ ৮ মার্চ শনিবার। সিরাজগঞ্জে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। অধিকার, সমতা,ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন ” এই শ্লোগানে সকাল ১০টায় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারীর দিবস উদযাপনের কর্মসূচি আকাশে রংবেরঙের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
উদ্বোধন শেষে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে বগুড়া রোড,বাজার স্টেশন রোড,মুক্তির সোপানের সামনে দিয়ে ঘুরে আবারো কালেক্টরেট ভবনের সামনে এসে শেষ। র‍্যালিতে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,সরকাির বিভিন্ন বিভাগের কর্মকর্তা,মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মীরা,এনজিও কর্মী ও নারী সংগঠন এবং গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন।
সকাল ১১ টায় কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউল হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেম। আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,উন্নয়নকর্মী রইস উদ্দিন,আনোয়ার হোসেন কাজী মাসুদ,সুলতানা পারভীন সহ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও