• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রভাত রিপোর্ট / ৬৩ বার
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

মোঃ রুবেল সরকার, সিরাজগঞ্জ: আজ ৮ মার্চ শনিবার। সিরাজগঞ্জে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। অধিকার, সমতা,ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন ” এই শ্লোগানে সকাল ১০টায় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারীর দিবস উদযাপনের কর্মসূচি আকাশে রংবেরঙের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
উদ্বোধন শেষে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে বগুড়া রোড,বাজার স্টেশন রোড,মুক্তির সোপানের সামনে দিয়ে ঘুরে আবারো কালেক্টরেট ভবনের সামনে এসে শেষ। র‍্যালিতে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,সরকাির বিভিন্ন বিভাগের কর্মকর্তা,মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মীরা,এনজিও কর্মী ও নারী সংগঠন এবং গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন।
সকাল ১১ টায় কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউল হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেম। আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,উন্নয়নকর্মী রইস উদ্দিন,আনোয়ার হোসেন কাজী মাসুদ,সুলতানা পারভীন সহ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও