• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে সিএনজিতে শিক্ষিকাকে হেনস্তা, প্রতবিাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ এ আর রহমান কেমন আছেন? জানালেন ছেলে আমাকে এ আর রহমানের প্রাক্তন স্ত্রী বলবেন না, ক্ষুব্ধ সায়রা বানু অত্যধিক বাজেটেই আটকে গেল কৃষ ফোর গুজব নিয়ে এবারের ইত্যাদিতে বিশেষ আয়োজন স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্র সচিব সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী বললেন, ‘বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব’ ১৫ দিনে প্রবাসী আয় এলো ১৬৫ কোটি ডলার শ্রীপুরে ইন্টারনেট ব্যবসায়ী উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মেরিন ইঞ্জিনিয়ার হত্যা মামলার আসামী স্ত্রী, বিচারের দাবিতে মায়ের আকুতি

যমুনা রেলসেতুতে যুক্ত হচ্ছে পন্টেজ চার্জ : বাড়ছে ভাড়া

প্রভাত রিপোর্ট / ৯ বার
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

প্রভাত রিপোর্ট : যমুনা নদীর ওপর নির্মিত নতুন রেল সেতুতে আগামী ১৮ মার্চ থেকে পুরোপুরি ট্রেন চলাচল শুরু হবে। তবে, নতুন এই সেতুতে পুরো দস্তুর ট্রেন চলাচলের আগেই ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেতুর নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয় বাবদ ব্রিটিশ আমল থেকে পন্টেজ চার্জ (রক্ষণাবেক্ষণ মাশুল) আদায় করা হয়। সাধারণত রেললাইনের ওপরে ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের কোনো সেতু বা স্থাপনা থাকলে সেটির জন্য ‘পন্টেজ চার্জ’ আদায় করা হয়। এটি যাত্রীদের ভাড়ার সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়। আগে সেতুতে পন্টেজ চার্জ ছিল ১৬ দশমিক ৮ গুণ। সেটি পদ্মা সেতু চালুর সময় ২৫ গুণ করা হয়েছে।
কর্মকর্তারা জানান, রেলের ক্ষেত্রে একটা সরকারি সিদ্ধান্ত আছে—প্রতি কিলোমিটার সেতুর জন্য ২৫ কিলোমিটারের দূরত্ব দেখাতে হবে। অর্থাৎ এক কিলোমিটার সমান ২৫ কিলোমিটারের হিসাব করতে হবে। সেই হিসাবে ৪ দশমিক ৮ কিলোমিটার যমুনা রেল সেতুর ভাড়ার হিসাব করতে হবে ১২০ কিলোমিটার ধরে। আগে যমুনা সেতুতে চলা ট্রেনের ক্ষেত্রে ‘পন্টেজ চার্জ’ যোগ করে দৈর্ঘ্য দাঁড়াত প্রায় ৮১ কিলোমিটার। নতুন হারে সেতুর দৈর্ঘ্য ৩৯ কিলোমিটার বেড়েছে, সে হারে ভাড়াও বাড়ছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, যমুনা রেল সেতু দিয়ে সারা দেশে ২৮ থেকে ৩০টি ট্রেন চলাচল করে। প্রতিটি ট্রেনের ভাড়া বাড়বে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রুট-ভিত্তিক ভাড়ার তালিকা তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে। সেই তালিকা থেকে জানা গেছে, সিটের শ্রেণিভেদে সর্বনিম্ন ৪৫ থেকে সর্বোচ্চ ১৪৫ টাকা পর্যন্ত ভাড়া বাড়বে।

রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে

শোভন চেয়ারের বর্তমান ভাড়া ৪০৫ টাকা, সেটি বেড়ে হবে ৪৫০ টাকা। এসি চেয়ার ৬৭০ টাকা থেকে বেড়ে হবে ৭৫০ টাকা। এসি সিট ৮০৫ টাকা থেকে বেড়ে হবে ৯০০ টাকা। এসি বার্থের ভাড়া ১ হাজার ২০৫ টাকা থেকে বেড়ে হবে ১ হাজার ৩৪৫ টাকা। এই হিসাবে শোভন চেয়ারে ৪৫ টাকা, এসি চেয়ারে ৮০ টাকা, এসি সিটে ৯৫ টাকা এবং এসি বার্থে ১৪০ টাকা ভাড়া বাড়ছে।

খুলনা-ঢাকা-খুলনা রুটে

শোভন চেয়ারের ভাড়া বর্তমানে ৬৩০ টাকা, বর্ধিত ভাড়া হবে ৬৮০ টাকা। এসি চেয়ার ১ হাজার ৫০ টাকা থেকে বেড়ে হবে ১ হাজার ১৩০ টাকা। এসি সিট ১ হাজার ২৬০ টাকা থেকে বেড়ে হবে ১ হাজার ৩৫৫ টাকা। এসি বার্থ ভাড়া ১ হাজার ৮৮৫ টাকা থেকে বেড়ে হবে ২ হাজার ৩০ টাকা। এই হিসাবে শোভন চেয়ারে ৫০ টাকা, এসি চেয়ারে ৮০ টাকা, এসি সিটে ৯৫ টাকা এবং এসি বার্থে ১৪৫ টাকা ভাড়া বাড়ছে।

পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে

শোভন চেয়ারের ভাড়া বর্তমানে ৬৯৫ টাকা, সেটি বেড়ে হবে ৭৪০ টাকা। এসি চেয়ার ১ হাজার ১৬০ টাকা থেকে বেড়ে হবে ১ হাজার ২৩৫ টাকা। এসি সিট ১ হাজার ৩৯০ টাকা থেকে বেড়ে হবে ১ হাজার ৪৮০ টাকা। এসি বার্থ ভাড়া ২ হাজার ৮৫ টাকা বেড়ে হবে ২ হাজার ২১৫ টাকা। এই হিসাবে শোভন চেয়ারে ৪৫ টাকা, এসি চেয়ারে ৭৫ টাকা, এসি সিটে ৯০ টাকা এবং এসি বার্থে ১৩০ টাকা ভাড়া বাড়ছে। এছাড়া যমুনা রেল সেতু দিয়ে চলা অন্যান্য রুট লালমনিরহাট/রংপুর-ঢাকা-লালমনিরহাট/রংপুর, চিলাহাটি-টাকা-চিলাহাটি এবং কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটের ভাড়াও বাড়বে। ভাড়ার তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, গড়ে সর্বোচ্চ শোভন চেয়ারে ৪৫ টাকা, এসি চেয়ারে ৮০ টাকা, এসি সিটে ৯৫ টাকা এবং এসি বার্থে ১৪৫ টাকা ভাড়া বাড়ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও