• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
সহিংস হামলায় ছাত্রলীগের ৪০৩ জনের সংশ্লিষ্টতা পেয়েছে কমিটি এক বছরে শীর্ষ ১০ মার্কিন ধনীর সম্পদ বেড়েছে ৬৯৮ বিলিয়ন ডলার অনলাইন জুয়ার লেনদেন বন্ধে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের বিমানবন্দরে আগুন: ঝুঁকির মুখে ভবিষ্যৎ রপ্তানি অর্ডার অক্টোবরে রপ্তানি আয়ে কমেছে ৭.৪৩ শতাংশ মাদারীপুর-১ আসনে কামাল মোল্লার মনোনয়ন স্থগিত করল বিএনপি ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের কৃষি পণ্য রপ্তানির লক্ষ্য যুক্তরাষ্ট্রের: রাষ্ট্রদূত জ্যাকবসন গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২৫০০ কোটি টাকার সুকুক ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক আলোচিত – সমেলোচিত ডেসটিনির রফিকুল আমীনের দল পেল ইসির নিবন্ধন পছন্দের পুরুষের কথা জানালেন মালাইকা

অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহী মারা গেছেন

প্রভাত রিপোর্ট / ১৬০ বার
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

প্রভাত রিপোর্ট: শিল্পপতি সৈয়দ মনজুর এলাহী মারা গেছেন। বুধবার (১২ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই তথ্য নিশ্চিত করেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। তিনি জানান, সৈয়দ মনজুর এলাহীর মরদেহ আজ ঢাকায় আনার চেষ্টা করছে পরিবার। প্রসঙ্গত, সৈয়দ মঞ্জুর এলাহী বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ছিলেন। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৭২ সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে কোম্পানি করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসায় নামেন তিনি। চার বছর পর ১৯৭৬ সালে ১২ লাখ ২২ হাজার টাকায় রাষ্ট্রমালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে নিয়ে প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ট্যানারি। তারও ১৪ বছর পর যাত্রা শুরু করা অ্যাপেক্স ফুটওয়্যার এখন দেশের শীর্ষস্থানীয় জুতা রফতানিকারক প্রতিষ্ঠান। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকার সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্যও ছিলেন তিনি।
কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৪২ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সৈয়দ মঞ্জুর এলাহী। তার বাবা স্যার সৈয়দ নাসিম আলী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে দেশের ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার অবদান স্মরণ করে শোক প্রকাশ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও