• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

সমর্থন না পেয়ে নির্বাচনে না যাওয়ার ঘোষণা রোনালদোর

প্রভাত রিপোর্ট / ১১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

প্রভাত স্পোর্টস: ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হয়ে দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। তবে আঞ্চলিক ফেডারেশনগুলোর প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় শেষ পর্যন্ত ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, রোনালদো তার সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেন। তিনি লেখেন, ‘সিবিএফের আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম। তবে এখন আনুষ্ঠানিকভাবে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। ৪৮ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী তারকা তার সিদ্ধান্তের পেছনে হতাশার সুরও প্রকাশ করেন। তিনি লেখেন, ‘যারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, তাদের বেশিরভাগই মনে করেন যে ব্রাজিলিয়ান ফুটবল ভালো মানুষের হাতেই আছে। ব্রাজিলের ২৭টি আঞ্চলিক ফুটবল ফেডারেশনের মধ্যে ২৩টিই রোনালদোর প্রস্তাব শুনতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানা গেছে। তারা বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজের পক্ষেই সমর্থন জানিয়েছে।
এর আগে, ব্রাজিল ফুটবলের ‘গভীর সংকট’ মোকাবিলায় নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রোনালদো। এমনকি, পেপ গার্দিওলাকে জাতীয় দলের কোচ করার পরিকল্পনাও জানিয়েছিলেন তিনি। তবে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকেই ব্রাজিল ফুটবল দল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিতের বিদায়ের পর কোচ নিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রথমে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান রামোন মেনেজেস ও ফার্নান্দো দিনিজ। পরবর্তী সময়ে কার্লো আনচেলত্তিকে স্থায়ী কোচ করার পরিকল্পনা থাকলেও সিবিএফের অভ্যন্তরীণ সংকটের কারণে তা বাস্তবায়ন হয়নি। আনচেলত্তি শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেন।
পরিস্থিতির জেরে গত জানুয়ারিতে ব্রাজিলের নতুন কোচ হিসেবে নিয়োগ পান দরিভাল জুনিয়র। তবে তার অধীনে দল শুরুতে ভালো করলেও দ্রুতই ধারাবাহিকতা হারায়। কোপা আমেরিকায় ব্যর্থতার পাশাপাশি বিশ্বকাপ বাছাইপর্বেও সংগ্রাম করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বর্তমানে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১০ দলের মধ্যে পাঁচ নম্বরে অবস্থান করছে ব্রাজিল।
সিবিএফের বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে। আগামী ১২ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারণা করা হয়েছিল, রোনালদোর অংশগ্রহণে রদ্রিগেজকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। তবে রোনালদোর সরে দাঁড়ানোর ফলে আপাতত নিরঙ্কুশ অবস্থানে থাকছেন বর্তমান সভাপতি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও