প্রভাত অর্থনীতি : বিশ্বের দুই অন্যতম ধনী ব্যক্তি এবং বিনিয়োগকারী — স্পেসএক্স ও স্টারলিঙ্কের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস — সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন। দেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়াতে আগামী এপ্রিলে একটি শীর্ষ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বিডা কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ৪০টিরও বেশি দেশের ৩,০০০ এরও বেশি প্রতিনিধি ইতিমধ্যে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৭ থেকে ১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে এ সম্মেলন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বিনিয়োগের সুযোগ অনুসন্ধান, অংশীদারিত্ব গঠন এবং ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণকারী শীর্ষ সিদ্ধান্তগ্রহণকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেবে এ সম্মেলন।
বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, “বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে, এবং আমি বিশ্বাস করি আমরা তা উন্মোচনের পথেই আছি। একবার বিনিয়োগকারীরা এলে, আমরা চাই তারা খুশি হোক এবং বাংলাদেশের জন্য প্রতিনিধি হয়ে উঠুক।” তিনি বলেন, “আমরা মূলত পাঁচটি প্রধান খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরব: নবায়নযোগ্য শক্তি; ডিজিটাল অর্থনীতি; পোশাক ও টেক্সটাইল; স্বাস্থ্যসেবা ও ফার্মা; এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ। প্রতিটি বিষয় আলাদা সেশনে আলোচনা করা হবে, যেখানে বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।” রচি বলেন, “চীনসহ উত্তর এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের দেশগুলোর ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেছেন। অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং এখানে দ্বিপাক্ষিক বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছেন।”
কর্মকর্তারা আরও জানান, বিভিন্ন দেশ থেকে আসা বিনিয়োগকারীদের মধ্যে বিশেষভাবে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং কোরিয়ার ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন। তারা জানান, বিশ্বের দুই অন্যতম ধনী ব্যক্তি এবং বিনিয়োগকারী — স্পেসএক্স এবং স্টারলিঙ্কের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস — সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন।
রোচি বলেন, “স্টারলিঙ্কের সাথে যতটুকু কাজ করা সম্ভব, তার সবটাই এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস চালু করা একটি ধারাবাহিক প্রক্রিয়া।”
নির্বাচিত অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড, চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে নিয়ে যাবে বিডা। সম্মেলনের সময় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিভিন্ন সেশনে আলোচনা অনুষ্ঠিত হবে।
দেশের প্রতিশ্রুতিশীল খাতে আরও স্থানীয় এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে বিডা সফল বিনিয়োগকারীদের ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদানের উদ্যোগ নিয়েছে।