প্রভাত সংবাদদাতা, সাভার
ঈদ এলেই যানজটকে সঙ্গী করে গন্তব্যে ছুটতে হয় উত্তরবঙ্গগামী যাত্রীদের। সবচেয়ে ভোগান্তিতে পড়েন নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়ক ব্যবহারকারী যাত্রীরা। এবারও ঈদযাত্রা নিয়ে দুশ্চিন্তায় তারা। তবে প্রশাসন বলছে, যাত্রা সহজ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রশাসনের আশ্বাস আর মহাসড়ক দুটির বাস্তব পরিস্থিতি দেখতে বুধবার (১৯ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কে কয়েকটি পয়েন্টে চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। সড়কটির গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে সড়ক ঘেঁষে গড়ে উঠেছে অস্থায়ী বাজার। যত্রতত্র গণ ও মালবাহী পরিবহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে সড়ক দখল করে আছে। ইট, বালুসহ নানা নির্মাণ সামগ্রীও সড়কে রাখা। এছাড়াও বিষফোড়া হয়ে আছে বাধাহীনভাবে দাপিয়ে বেড়ানো অবৈধ অটোরিকশা। এর চেয়েও বাজে চিত্র আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে। উন্নয়নের চলমান কাজের চাপে অস্থির পুরো সড়ক। কোথাও পানি, কোথাও আবার কাদা জমে একাকার। যত্রতত্র সড়ক উন্নয়নের চলমান কাজের মালামাল রাখায় সরু হয়ে আছে সড়ক। মহাসড়ক হলেও তিন চাকার অটোরিকশা আর ঝুঁকিপূর্ণ আনফিট যানবাহনের ছড়াছড়ি। কোনো কারণে এসব যানবাহন বিকল হলে ভোগাতে পারে ঈদযাত্রায়।
কেমন হতে পারে এবারের সড়ক পরিস্থিতি জানতে চাইলে পথচারী মাহবুব বলেন, সড়ক দুইটি নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। গত বছর ১০ মিনিটের পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এবারও তেমনটি হতে পারে। কারণ সড়ক দুইটিতে চলছে উন্নয়ন। তাই এমন যানজট নিয়ে দুশ্চিন্তা রয়েছে এ পথের যাত্রীদের। তবে মাঠে সেনাবাহিনীর সদস্য থাকলে পাল্টাতে পারে সমীকরণ।
কথা হয় বেশ কয়েকজন যানবাহনের চালকদের সঙ্গে। তারা জানান, উত্তরবঙ্গে যাত্রা দিলে বাইপাইল থেকে চন্দ্রা পর্যন্ত পদে পদে থাকে যানবাহনের জটলা। ১০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে যায় কয়েক ঘণ্টা। ঈদ এলে এ দুর্ভোগ বেড়ে যায় কয়েকগুণ। সড়ক উন্নয়ন কাজ শুরু হওয়ার পর থেকে মহাসড়কের সংস্কারকাজ প্রায় বন্ধ হয়ে গেছে। তাই একদিকে সম্প্রসারণ কাজের জন্য ভোগান্তি, অন্যদিকে ভাঙাচোরা মহাসড়কের কারণে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। একেক স্থানে ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হয়।
এদিকে এরই মধ্যে সড়কের ভোগান্তি কমাতে কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ। তাদের তথ্যমতে, নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের ১১টি পয়েন্টে যানজট ভোগান্তির শঙ্কা রয়েছে। সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। এসব পয়েন্টের মধ্যে বাইপাইল ত্রিমোড়, শ্রীপুর, জিরানী, ডিইপিজেড, বলিভদ্র, জামগড়া, শিমুলতলা, নরসিংহপুর, জিরাবো অন্যতম।
ঈদযাত্রায় নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের যানজটে ভোগান্তি আরও তীব্র আকার ধারণ করতে পারে এমনটি মাথায় রেখেই সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম।
তিনি বলেন, ‘মহাসড়কটিতে নির্মাণ এবং সংস্কারকাজ ঘিরে নিয়মিতই যানজটে ভোগান্তি হচ্ছে। ঈদযাত্রায় এ ভোগান্তি আরও বাড়তে পারে। তবে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এরই মধ্যে মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়াসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’