• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ ও জেলা প্রশাসন নেত্রকোণা’র যৌথ অভিযান কচুয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক -১ সাংবাদিক মশিয়ার রহমান খান ও কবি সরোজ দেব স্মরণে নাগরিক শোকসভা পর্যাপ্ত খাদ্য মজুত আছে, কোনও শঙ্কা নেই: উপদেষ্টা বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা অনলাইন ক্যাম্পেইন : অধিকাংশ সংস্কার প্রস্তাবে একমত বিএনপি ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, নেই যানজটের ভোগান্তি স্বস্তিতে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে : প্রধান বিচারপতি

ম্যান সিটি ছাড়ার ঘোষণা দিয়ে দিলেন ডি ব্রুইনা

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস

চলতি মৌসুম শেষে ম্যানচেষ্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে কেভিন ডি ব্রুইনার। গুঞ্জন ছিল, ইতিহাদ ছাড়তে পারেন বেলজিয়ান ফরোয়ার্ড। তাকে নিয়ে ক্লাবটির তরফেও তেমন আগ্রহ ছিল না। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ম্যান সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের এই মিডফিল্ডার।
বিবৃতিতে ডি ব্রুইনা লিখেছেন, ‘শিরোনাম দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কি কথা বলতে চাই। আমি সরাসরি জানিয়ে দিচ্ছি, কয়েকটা মাস শেষে ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ হতে যাচ্ছে। ২০১৫ সালে ওলফসবার্গ ছেড়ে ২৪ বছর বয়সে ম্যান সিটিতে যোগ দেন ডি ব্রুইনা। গত ১০ বছরে সিটির হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, দু’টি এফএ কাপ ও পাঁচটি লিগ কাপ জিতেছেন তিনি। ৩৩ বছর বয়সী ডি ব্রুইনা আরও বলেন, ‘এই বিষয়ে লেখা সহজ নয়, কিন্তু আমরা যারা পেশাদার ফুটবলার, তারা জানি, এই দিনটা একদিন না একদিন আসবেই। সেই দিনটি এসে গেছে এবং আমার কাছ থেকে এটি শোনার অধিকার আছে সকলের। তিনি আরও বলেন, ফুটবল আমাকে আপনাদের কাছে এনেছে, এই শহরে এনেছে। এই ক্লাব, এই শহর, এই মানুষগুলো আমাকে সবকিছু দিয়েছে। বিনিময়ে তাদেরকে আমার সবকিছু দেওয়া ছাড়া উপায় ছিল না, আমরা সবকিছু জয় করলাম। পছন্দ না হলেও, বিদায় বলার সময় এসে গেছে। সুরি, রোম, মেসন, মিশেল আর এই শহর আমাদের পরিবারের জন্য যা কিছু করেছে তার জন্য আমরা ক্লাবের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। ম্যানচেস্টার আমাদের সন্তানদের পাসপোর্টে থাকবে, আমাদের হৃদয়ের গভীওে থাকবে। এটাই আমাদের সব সময়ের বাড়ি হয়ে থাকবে। সব মিলিয়ে ম্যান সিটির হয়ে ৪১৩ ম্যাচে ১০৬ গোল করেন ডি ব্রুইনা। এ ছাড়াও গোল করিয়েছেন ১৭৪টি। ম্যান সিটি ছেড়ে কোথায় যাবেন ডি ব্রুইনা, তা এখনও নিশ্চিত নয়। গুঞ্জন আছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ বা সৌদি আরবের সৌদি প্রো লিগে যেতে পারেন তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও