প্রভাত সংবাদদাতা : গাইবান্ধা
গাইবান্ধার সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মানুষ সাংবাদিক মশিয়ার রহমান খান ও কবি সরোজ দেব স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভা আয়োজক কমিটি এই শোকসভার আয়োজন করে।
স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক প্রবীণ রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপ। এতে বক্তব্য দেন শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মাজহার উল মান্নান, সাংবাদিক গোবিন্দ লাল দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমতোষ সাহা, সিপিবি’র কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, সাহিত্যিক সুলতান আহম্মেদ, পরিবেশ আন্দোলনের নেতা ওয়াজিউর রহমান রাফেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক জহুরুল কাইয়ুম, রাজনীতিক জিয়াউল হক জনি, কবি ইবনে সিরাজ, সাম্যবাদী আন্দোলনের আহবায়ক অ্যাড. নওশাদুজ্জামান, অধ্যাপক সমীর কুমার সরকার, বাসদ মার্কসবাদী নেতা কাজী আবু রাহেন শফিউল্লাহ, নারীনেত্রী ইশরাত জাহান, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মণ, সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, নাট্য ব্যক্তিত্ব আলমগীর কবির বাদল, কবি মমতাজ বেগম রেখা, কৃষক শ্রমিক জনতা লীগের মোস্তফা মনিরুজ্জামান, অ্যাড. আশরাফ আলী, শিক্ষক ডি আই বর্মণ প্রমুখ। এর আগে দুই কীর্তিমান ব্যক্তির স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি কবি সরোজ দেব ও ১৯ মার্চ সাংবাদিক মশিয়ার রহমান খান মৃত্যুবরণ করেন।