মো: রেজাউল করিম, ঠাকুরগাঁও : পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়ন করনাই বাজারে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কেজি স্কুল ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় ৮ম শ্রেণীর শিক্ষার্থী সাকিব আল হাসান কুরআন তেলাওয়াত এবং গীতাঞ্জলি রানী গীতা পাঠ করেন। পরে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জমিরুল ইসলাম এর শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে সভার কাজ শুরু হয়।
৬ এপ্রিল রবিবার সকালে বিদ্যালয় চত্ত্বরে প্রবীণ ভাষা সৈনিক ও প্রাক্তন শিক্ষক জনাব মো. ফজলুর রহমানের সভাপতিত্বে, অনুষ্ঠান বক্তব্য রাখেন, এসকে বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, হাটপাড়া করনাই বিএম কলেজের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, বড়বাড়ী বোলদিয়ারা দাখিল মাদ্রাসা সুপার মো. আব্দুর রউফ, হাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাসিরুল ইসলাম প্রমুখ। বিদায়ী অনুষ্ঠানে মানপত্র বাংলা ও ইংরেজিতে পাঠ করেন, ৮ম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও মারজিয়া আক্তার। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ফারদিন হাসান নয়ন ও জাকিয়া খাতুন।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, রাসেদ হক, আবির হোসেন, সাদিব হোসেন, ইমতিহা উল নাবা আফরোজা আক্তার ও উম্মে হাবিব।
জানা যায়, অত্র প্রতিষ্ঠান থেকে ২০২০ সালে ৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলে জিপিএ-৫ পেয়েছে ৭ জন, ২০২১ সালে ১৪ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন, ২০২২ সালে ১৭ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, ২০২৩ সালে ২১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ জন, ২০২৪ সালে ২৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ জন। এবং প্রতি বছরই শতভাগ সাফল্যের সাথে উর্ত্তীণ হয়। ২০২৫ সালে এবার পরিক্ষায় অংশগ্রহণ করছেন ২৩ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক প্রীন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।