• শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
নকশা না মানা ভবনের বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করবে রাজউক নতুন রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাইয়ে কমিটি গঠন ইসির ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের ‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’ পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি স্বরাষ্ট্র উপদেষ্টা ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আন্দোলন : রাশেদ খাঁন চলতি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ২৩টি মিটিং করেছে: হাসনাত পাকিস্তানে ভারতের হামলা, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা ভীতির কোনও কারণ নাই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেদের ‘বিশ্বব্যবস্থার রক্ষক’ হিসেবে উপস্থাপন করলেন পুতিন-শি

ফরাসি লিগে ৬ ম্যাচ হাতে রেখেই অপরাজিত চ্যাম্পিয়ন পিএসজি

প্রভাত রিপোর্ট / ১৪ বার
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: ফরাসি লিগ ‘আঁ’ শেষ হতে এখনো মাস দেড়েক বাকি। লিগে পিএসজির ম্যাচ বাকি আরও ৬টা। কিন্তু সেই ৬ ম্যাচে এখন শুধু নিয়মরক্ষার জন্য মাঠে নামবে পিএসজি। এরই মধ্যে যে লিগের শিরোপা জিতে গেছে তারা! টানা চতুর্থবারের মতো শিরোপা নিশ্চিত করতে গত রাতে অঁজের বিপক্ষে ড্র করলেই চলত পিএসজির। একের পর এক আক্রমণ করে লুইস এনরিকের দল ম্যাচটা জিতেছে ১-০ গোলে। আর তাতেই ম্যাচ শেষে প্যারিসে হলো শিরোপা-উৎসব। লিগে এই মৌসুমে এখনো কোনো ম্যাচ হারেনি পিএসজি। ২৮ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মোনাকো। লিগ ‘আঁ’-তে এটি পিএসজির ১৩তম শিরোপা, সর্বশেষ ১৩ আসরে পিএসজি চ্যাম্পিয়ন হয়েছে ১১ বার! জয়ের ব্যবধানটা মাত্র ১ গোলের হলেও পুরো ম্যাচে একচ্ছত্র দাপট ছিল পিএসজির। বলের ওপর তাদের দখল ছিল ৮১.২%, মোট ২০টি শট নেয় প্রতিপক্ষের গোলমুখে। তবু প্রথমার্ধে গোলের দেখা পায়নি পিএসজি। গঞ্জালো রামোস ও ভিতিনিয়া খুব কাছাকাছি গিয়েও সুযোগ নষ্ট করেছেন। শেষ পর্যন্ত ম্যাচের ৫৫ মিনিটে খিচা কাভারাস্কেইয়ার ক্রসে দারুণ এক ভলিতে জালের ঠিকানা খুঁজে পান ফরাসি ফরোয়ার্ড দেজিরে দোয়ে। ওটাই ব্যবধান গড়ে দেয় ম্যাচের। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিশ্চিত করে খুব স্বাভাবিকভাবেই খুশি পিএসজি কোচ লুইস এনরিকে। তাই বলে লিগের বাকি ম্যাচগুলোতে গা ছাড়া হতে চান না পিএসজি কোচ, ‘এপ্রিলের শুরুতেই শিরোপা নিশ্চিত করে ফেলাটা বলে দেয়, আমরা এই মৌসুমে কত উঁচু মানে পৌঁছেছি। তবে এখনো কিছু ম্যাচ বাকি। আশা করছি অপরাজিত থেকেই মৌসুমটা শেষ করতে পারব। ফ্রান্সে এর আগে এটা কোনো দল করতে পারেনি। এখন ওটাই আমাদের লক্ষ্য।’
লক্ষ্য নিশ্চয়ই আরও আছে এনরিকের। পিএসজিকে এই মৌসুমে ট্রেবল জেতানোর দারুণ সুযোগ তাঁর সামনে। এরই মধ্যে ফরাসি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তাঁর দল। ওদিকে চ‍্যাম্পিয়নস লিগে দারুণ ফর্মে থাকা লিভারপুলকে হারিয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। এবার শেষ চারে যাওয়ার লড়াইয়ে পিএসজির প্রতিপক্ষে ইংল‍্যান্ডের অ‍্যাস্টন ভিলা। ওই দুটি টুর্নামেন্টেও নিশ্চয়ই শিরোপা ছাড়া অন্য কিছু ভাবছেন না এনরিকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও