প্রভাত স্পোর্টস: পেনাল্টি-ভাগ্য ইদানীং খারাপ যাচ্ছে তাঁর। বাজিটা তাই না ধরলেই পারতেন ভিনিসিয়ুস জুনিয়র। কিংবা অন্য কারণও হতে পারে। ভিনির সময় খারাপ যাচ্ছে জেনেই তাঁকে বাজি ধরতে প্ররোচিত করেছিলেন গিওর্গি মামারদাশভিলি। ভ্যালেন্সিয়ার এই জর্জিয়ান গোলরক্ষক সেই বাজিতে জিতেছেন। ভিনির পেনাল্টি ঠেকিয়ে শুধু ম্যাচের নায়কই হননি, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছ থেকে এখন ৫০ ইউরোও পাচ্ছেন। পুরো গল্পটা না বললে অবশ্য পাঠকেরা ঠিক মজা পাবেন না। ঘটনাটা গত রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া ম্যাচে; ঘরের মাঠে যে ম্যাচে যোগ করা সময়ে গোল খেয়ে ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল। ভ্যালেন্সিয়ার জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক মামারদাশভিলি।
ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রিয়াল, কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি দেওয়া হয় ভ্যালেন্সিয়ার বিপক্ষে। কিন্তু ভিনিসিয়ুসের নেওয়া দুর্বল পেনাল্টি শট রুখে দেন মামারদাশভিলি।
ভিনির সঙ্গে বাজিটা মামারদাশভিলি ধরেছিলেন ওই শটের ঠিক আগে আগে। স্প্যানিশ টিভি অনুষ্ঠান ‘এল চিরিঙ্গুইতো’-তে এক সাক্ষাৎকারে মামারদাশভিলি শুনিয়েছেন সেই বাজির গল্প, ‘ভিনিসিয়ুসের সঙ্গে ৫০ ইউরোর একটা বাজি ধরেছিলাম। পেনাল্টির ঠিক আগে আমি ভিনিকে বলেছিলাম, যদি সে চায় তাহলে আমরা ৫০ ইউরোতে বাজি ধরতে পারি। গোল হলে আমি ৫০ ইউরো দেব ওকে, না হলে সে আমাকে ৫০ ইউরো দেবে। আমিই জিতেছি বাজি।’
গত মাসের মাঝামাঝি চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ভিনি। কে জানে, সেটা মাথায় রেখেই মামারদাশভিলি ভিনিকে বাজি ধরতে প্ররোচিত করেছিলেন কি না। হয়তো মানসিকভাবে ভিনিকে চাপে রাখার একটা কৌশল ছিল এটা।
যা-ই হোক, মামারদাশভিলি নিজের কৌশলে সফল হয়েছেন। রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগায় নিজের ২০০তম ম্যাচটা ভুলে যাওয়ার মতো কেটেছে ভিনির। ওদিকে ম্যাচে জয়ের আনন্দের সঙ্গে ৫০ ইউরো বাড়তিও পাচ্ছেন মামারদাশভিলি। ভিনি অবশ্য টাকাটা এখনো দেননি মামারদাশভিলিকে। ওই সাক্ষাৎকারেই ভ্যালেন্সিয়ার গোলরক্ষক হাসতে হাসতে বলেছেন, ‘খেলা শেষেই ওর আমাকে টাকাটা দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত কিছুই দেয়নি।’
ভায়ালেন্সিয়ার কাছে এই হারের পর ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। একই রাতে রিয়াল বেতিসের সঙ্গে ১-১ ড্র করার পর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩০ ম্যাচে ৬৭।
১১ মের এল ক্লাসিকোই হয়তো এই মৌসুমে লা লিগার শিরোপা নির্ধারণ করে দেবে।