• সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
বর্জ্য ব্যবস্থাপনার স্থানীয় সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশ উপদেষ্টা আমাদের অর্জিত সাংস্কৃতিক ঐতিহ্য ফ্যাসিবাদের থাবায় যেন নষ্ট না হয় : রিজভী আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদূর অতীত থেকে গড়ে ওঠা এক শক্ত ভিত্তি: তারেক রহমান চৈত্র সংক্রান্তি উপলক্ষে নেত্রকোনায় দুই দিনব্যাপী খনার মেলা গাইবান্ধায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ৬, আটক ৩ মার্চ ফর গাজায় যোগ না দেয়ায় ইপিজেডে হামলা, গ্রেপ্তার ৪৫ ৩ মাস ধরে বন্ধ ইয়াংগুন-টেকনাফ সীমান্ত বাণিজ্য বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা : সপ্তাহব্যাপী সাংগ্রাই উৎস‌ব উদ্বোধন বিজুর পাজন আপ্যায়ন: ৩২ ধরনের সবজির এই তরকারি খাগড়াছড়িতে ত্রিপুরাদের বৈসু উৎসব শুরু

ফিলিস্তিনের পতাকা হাতে নেইমারের ভাইরাল ছবিটি ভুয়া

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে ‘ফ্রি ফিলিস্তিন’ লেখা একটি পতাকা হাতে এই ব্রাজিলিয়ানকে দেখা যাচ্ছে। ফিলিস্তিনের সমর্থন প্রকাশ করা এই ছবিটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দেয়। তবে ফ্যাক্টচেকিং সংস্থা ‘রিউমার স্ক্যানার’ বলছে নেইমারের এই ছবিটি ভুয়া। ছবিটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। নেইমারের অফিসিয়াল ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স অ্যাকাউন্টে এমন কোনো ছবি পোস্ট করা হয়নি। ৬ এপ্রিল থেকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে শুরু করলেও এটি কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা ভেরিফায়েড সূত্র থেকে প্রকাশিত হয়নি। মূলত কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই ছবিটি ভাইরাল হয়েছে। ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের একাধিক চিহ্ন রয়েছে। যেমন- পতাকাটির অস্বাভাবিক মসৃণতা ও ভাঁজহীন অবস্থা। ‘ফ্রি ফিলিস্তিন’ লেখাটি খুব নিখুঁত এবং সমান, যা কৃত্রিমভাবে বসানো মনে হয়। নেইমারের বৃদ্ধাঙ্গুল পতাকার পেছনে থাকলেও সেখানে আঙুলের স্বাভাবিক চাপ দেখা যাচ্ছে না।
এ ছাড়াও নেইমারের মুখমণ্ডল, দাঁড়ি ও ত্বকের গঠন অতিরিক্ত নিখুঁত ও মসৃণ- যা সাধারণত এআই জেনারেটেড ছবিতে দেখা যায়। ছবি জুড়ে আলো, ব্যাকগ্রাউন্ড ব্লার এবং রঙের বৈচিত্র্যও এআই তৈরি ছবির সাথে মিল পাওয়া গেছে। ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘সাইটইঞ্জিন’-এ পরীক্ষার পর দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও