প্রভাত স্পোর্টস: প্রিমিয়ার লিগ শিরোপা এখন লিভারপুলের হাত ছোঁয়া দূরত্বে। নাটকীয় কিছু না হলে লিভারপুলের শিরোপা জয় সময়ের ব্যাপার মাত্র। আর নাটকীয় কিছু করার সুযোগ আছে শুধুই আর্সেনালের। তবে আর্সেনালের বোধ হয় তেমন কোনো ইচ্ছাই নেই। নয়তো চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেয়া দলটি আজ ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করবে কেন! এর আগে লিগে সর্বশেষ এভারটনের বিপক্ষেও ড্র করেছিল আর্সেনাল। আর আর্সেনালের এই ড্রয়ে লিভারপুল এখন শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। ঘরের মাঠে ড্রয়ের পর ৩২ ম্যাচে আর্সেনালের পয়েন্ট এখন ৬৩। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৭৩। আগামীকাল লিভারপুল মুখোমুখি হবে ওয়েস্ট হামের। এই ম্যাচে জিতলে আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে যাবে লিভারপুল। এখন পরের ৭ ম্যাচ থেকে ৯ পয়েন্ট পেলে কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হবে লিভারপুল।
এমিরেটসে আজ ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রথমার্ধে আধিপত্য বিস্তার করেই খেলেছে আর্সেনাল। বল দখল এবং আক্রমণসহ সব জায়গাতেই এগিয়ে ছিল তারা। কিন্তু গোল করার আসল কাজটিই করতে পারেনি মিকেল আরতেতার।
বিরতির পর অবশ্য থমাস পার্টির গোলে ৬১ মিনিটে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। কিন্তু ৭৪ মিনিটে ব্রেন্টফোর্ডকে সমতায় ফেরান ইউয়ানে ভিসা। ম্যাচের শেষ দিকে আক্রমণে গিয়ে একাধিকবার গোলের চেষ্টা করেছে আর্সেনাল। কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটি আর মেলেনি। মাঠ ছাড়তে হয়েছে ড্র নিয়েই।