• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

আর্সেনালের আরেকটা ড্র, শিরোপায় এক হাত লিভারপুলের

প্রভাত রিপোর্ট / ২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: লিভারপুল শহর আর অ্যানফিল্ডে কি উৎসব শুরু হয়েছে এরইমাঝে? লালের উৎসবটা চাইলে শুরু করা যেতেই পারে। ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফির পাশে আরও একবার শোভা পাবে লাল রঙের ফিতে। ২৯ তারিখের ম্যাচে টটেনহামের বিপক্ষে হার এড়ালেই ইংলিশ ফুটবলের লিগ শিরোপা পাবে অলরেডরা।
অবশ্য এই ক্ষণিকের অপেক্ষাও থাকতো না, যদি ক্রিস্টাল প্যালেস আর্সেনালের বিপক্ষে ম্যাচটা জিতে ফিরতো। অবশ্য শক্তিমত্তার বিবেচনায় আর্সেনালের জয়টাই ছিল স্বাভাবিক বিষয়। ক্রিস্টাল প্যালেসের ২-২ গোলে তাদের ড্র করাই বরং খবরের আরেকটা শিরোনাম হতে পারে। প্যালেসের বিপক্ষে পরপর দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করেছে গানার্সরা। এই ড্রয়ের পর আর্সেনালের পয়েন্ট ৩৪ ম্যাচে ৬৭। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট এখন ৭৯। কাগুজে হিসেব বলছে, পরের সব ম্যাচে আর্সেনাল জিতলে এবং লিভারপুল সব ম্যাচ হারলে দুই দলের পয়েন্ট সমান হবে। কিন্তু লিভারপুল গোল ব্যবধান বিবেচনায় অনেকটাই এগিয়ে। শিরোপাটা এক অর্থে এখন লিভারপুলেরই। এমিরেটসে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আর্সেনাল ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায়। তৃতীয় মিনিটে ওডেগার্ডের ফ্রি-কিক থেকে বল পেয়ে গোল করে দলকে এগিয়ে দেন জাকোভ কিউইওর৷ শুরুতেই গোল খেয়ে মরিয়া হয়ে ওঠে প্যালেস। টানা বেশ কিছু আক্রমণ করেছিল দলটি। আর সেটার সুফল পেয়েছে ২৭ মিনিটে গিয়ে।
ডান পায়ের দুর্দান্ত এক ভলিতে গোল করে দলকে সমতা ফেরান এবেরেচি এজে। কিন্তু প্রথমার্ধেই আরেকটাবার এগিয়ে যায় আর্সেনাল। এই দফায় ম্যাচের ৪২ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন লিয়ান্দ্রো ত্রোসার। টানা ৪ ম্যাচেই গোল পেলেন এই বেলজিয়ান। এই লিড নিয়েই বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে এতটা গোল না হলেও ম্যাচে ছিল উত্তেজনা। আক্রমণ- প্রতি আক্রমণে ম্যাচ জমেছিল। তবে গোল পেয়েছিল ক্রিস্টাল প্যালেস। ৮৩তম মিনিটে সমতায় ফেরে তারা। বদলি নামার তিন মিনিটের মধ্যে ২০ গজ দূর থেকে দুর্দান্ত চিপ শটে ঠিকানা খুঁজে নেন জাঁ ফিলিপ মাতেতা। শেষ পর্যন্ত ২-২ গোলের এই ড্রতেই শেষ হয় ম্যাচ। আর সেটাই লিভারপুলকে পৌঁছে দেয় শিরোপার একদম কাছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও