• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে : তারেক রহমান

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে বল হাতে নজর কাড়ছেন দিগ্বেশ রাঠী

প্রভাত রিপোর্ট / ৪৬ বার
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে বল হাতে নজর কাড়ছেন দিগ্বেশ রাঠী। পারফরম্যান্সের সঙ্গে তার উদযাপনের ধরণও সবার নজর কেড়েছে। ‘নোটবুক’ উদযাপন এখন তার ট্রেডমার্ক হয়ে গেছে। এই উদযাপনের কারণে একাধিকবার শাস্তিও পেতে হয়েছে দিগ্বেশকে। পঞ্জাব কিংসের বিপক্ষে প্রিয়াংশু আর্চকে আউট করে প্রথম নোটবুক উদযাপন করেছিলেন দিগ্বেশ। এ নিয়ে এবার তিনি বলেছেন, উইকেট নেওয়ার পর উদযাপন করে আলোচনায় উঠে এসেছিলাম। আসলে আমি আর প্রিয়াংশু খুব ভালো বন্ধু। ম্যাচের আগেই আমাদের মধ্যে একটা সমঝোতা হয়েছিল। ও বলেছিল, আমার বলে বড় শট খেলে রান করতে পারলে নোটবুক উদযাপন করবে। আর ওকে আউট করতে পারলে আমি করব। আর কিছুই না। আমি নিজের নোটবুকে ওর নাম লিখেছিলাম শুধু।’
দিগ্বেশ জানিয়েছেন, ‘নোটবুক’ উদযাপন করে কাউকে হেয় করতে চাননি। যদিও তাকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একাধিক বার শাস্তি দিয়েছে।
এ নিয়ে দিগ্বেশ বলেছেন, ‘বিসিসিআইয়ের নিয়মের বিরুদ্ধে আমরা যেতে পারি না। তাই পরে আমি মাঠের উপর লিখতে শুরু করেছি।’ আউট করার পর কী লেখেন ‘নোটবুকে’? জবাবে দিগ্বেশ বলেছেন, ‘কী লিখি, বলতে পারব না। গোপনই থাক বিষয়টা।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও