• বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নকশা না মানা ভবনের বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করবে রাজউক নতুন রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাইয়ে কমিটি গঠন ইসির ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের ‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’ পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি স্বরাষ্ট্র উপদেষ্টা ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আন্দোলন : রাশেদ খাঁন চলতি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ২৩টি মিটিং করেছে: হাসনাত পাকিস্তানে ভারতের হামলা, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা ভীতির কোনও কারণ নাই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেদের ‘বিশ্বব্যবস্থার রক্ষক’ হিসেবে উপস্থাপন করলেন পুতিন-শি

নকশা না মানা ভবনের বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করবে রাজউক

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেছেন, নকশা না মানা ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেবে রাজউক। বৃহস্পতিবার (৮ মে) ভবন দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে আন্তঃসংস্থা প্রতিনিধিদের সমন্বয়ে ধানমন্ডির সাতমসজিদ রোডে বহুতল ভবনে অননুমোদিত রেস্টুরেন্ট পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
রাজউক চেয়ারম্যান বলেন, নকশার ব্যত্যয় ঘটিয়ে পরিচালিত এসব রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবনসমূহ পরিদর্শন করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে সব সংস্থা একযোগে কাজ করবে। নকশা না মানলে ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তিনি আরও বলেন, একটি বাসযোগ্য ঢাকা গড়ে তোলার জন্য ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে সব সংস্থাকে নিয়ে কাজ করবে রাজউক।
এদিকে অগ্নি ও ভূমিকম্পসহ ভবন সম্পর্কিত অন্যান্য ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধানমন্ডির সাতমসজিদ রোডের জাস্টিজ আমিন আহমেদ ট্রাস্ট ভবনে আজকের আন্তঃসংস্থা প্রতিনিধিদের সমন্বয়ে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় ১২ তলা ভবনটির প্রায় প্রতিটি তলায় একাধিক রেস্টুরেন্ট পাওয়া যায়। নকশা অনুযায়ী ভবনটি অনাবাসিক হলেও রেস্টুরেন্টগুলো রাজউকের নকশা মেনে পরিচালিত হচ্ছিল না।
এ সময় রাজউক চেয়ারম্যানসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা প্রতিটি রেস্টুরেন্ট ঘুরে দেখেন। বেশ কয়েকটি রেস্টুরেন্টে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। কিছু রেস্টুরেন্টে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং রেস্টুরেন্ট ও অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরতদের প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ নেই বলে জানা যায়। এরপর ভবনটির মালিকপক্ষকে ১৫ দিনের মধ্যে নকশার ব্যত্যয়কৃত অংশের সমাধান করতে বলা হয়, অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রাজউক চেয়ারম্যান জানান। পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন- রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহা. হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী, প্রধান নগর পরিকল্পনাবিদ, প্রধান নগর স্থপতিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও