• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা : আরও একজনসহ মোট গ্রেপ্তার ৫ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রেস সচিব মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে : আসিফ নজরুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাধ্যতামূলক ছুটিতে পাঠালো পুতুলকে ময়মনসিংহে সাড়ে ৯ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার ব্যবসায়ীকে হত্যা, ২ নেতাকে আজীবন বহিষ্কার করলো যুবদল সব হত্যাকাণ্ড ও ধর্ষণের বিচার দাবিতে ঢাবিতে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা: প্রতিবাদে উত্তাল ঢাবি রাজধানীতে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা, চট্টগ্রামে বিক্ষোভ ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

দুর্নীতি তদন্তের অগ্রগতি জানতে দুদকের সামনে অবস্থান কর্মসূচি

প্রভাত রিপোর্ট / ৪১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের দুর্নীতির তদন্তের অগ্রগতি জানতে দুদকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবে জমায়েত হয়ে মিছিল নিয়ে দুদকের সামনে গিয়ে অবস্থান নেয় যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচি থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে তদন্তের অগ্রগতির বিষয়ে লিখিত ভাবে জানতে চান। এসময় চেয়ারম্যান জানান, কাজ চলমান রয়েছে, একটু সময় লাগবে।
প্রতিনিধি দলে ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান, সহ-সভাপতি রাহুল ইসলাম সোহেল। এসময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, দুর্নীতি দমন কমিশনে (দুদক) পতিত ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়োগ পাওয়া লোকজন এখনো রয়েছেন। সবার আগে দুদক সংস্থার করা জরুরি। দুদক থেকে ফ্যাসিবাদের দোসরদের সরাতে হবে। দুদক বিগত সময়ে শেখ হাসিনার নির্দেশে কাজ করেছে। সরকারের হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করেছে। দুদকে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে, এখন দুদককে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। তিনি আরও বলেন, দুদক একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, অথচ এটা সরকারের আজ্ঞা হয়ে কাজ করছে। দুদকের কাজ হচ্ছে দুর্নীতি দমনে কাজ করা, কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি দুদক কর্মকর্তারাই দুর্নীতিগ্রস্ত। তাই দুদককে সংস্কার করে দুর্নীতি মুক্ত করতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় বসেছে। জনগণের চিন্তার বাইরে কাজ করলে জনগণ সরকারের বিরুদ্ধে নামতে বাধ্য হবে। একটি গোষ্ঠী নিজেরা অপকর্ম করছে, সেই দায়ভার অনেকটা সরকারের উপর পড়ছে। সরকারের উচিত বিষয়গুলো নিয়ে কাজ করা। তা না হলে এই গোষ্ঠীর অপকর্মের দায় সরকারকে বহন করতে হবে।
এসময় বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন বলেন, দুর্নীতির সঙ্গে আমরা কখনো আপস করব না। আওয়ামী লীগের আমলের হুমকি ও রক্তচক্ষু উপেক্ষা করে যেমন দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এখনো কেউ দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করব। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের এপিএস ও পিওর বিরুদ্ধে যেহেতু দুর্নীতির অভিযোগ সুস্পষ্ট। নিরপেক্ষ তদন্তের স্বার্থে দুই উপদেষ্টার পদত্যাগ করা উচিত। গাজী সালাউদ্দীন তানভীরের পিছনে থাকা রাঘব-বোয়ালদের বের করতে দুদককে তদন্ত করার জন্য সংস্থাটির চেয়ারম্যানকে অনুরোধ করছি।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের সময় সংগঠনটির প্রতিনিধিদল একটি স্মারকলিপি দিয়েছে দুদককে। স্মারকলিপিতে সংগঠনটি নিচের দাবিসমূহ জানায়-সম্প্রতি দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবী ,এপিএস মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক পার্টি থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের দুর্নীতির অভিযোগের তদন্ত করার জন্য গত ২৭ এপ্রিল ‘মার্চ টু দুদুক কর্মসূচি’ পালন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। পরবর্তী সময়ে গণমাধ্যমের সংবাদে পরিলক্ষিত হয়, দুদক তদন্ত করার উদ্যোগ গ্রহণ করেছে। দুদক উদ্যোগ গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দৃশ্যমান হয়নি। বাংলাদেশ যুব অধিকার পরিষদ তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চায়। যুব অধিকার পরিষদ আশঙ্কা প্রকাশ করছে, রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে তদন্তের বিষয়টি আড়াল করার চেষ্টা হতে পারে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে দুদক কর্তৃক মামলা দায়ের, গ্রেপ্তারপূর্বক আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে জিজ্ঞাসাবাদের আহ্বান করা হয় সংগঠনটির পক্ষ থেকে।
এছাড়া এপিএস ও পিওদের দুর্নীতির দায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা এড়াতে পারেনা। তাদের প্রত্যক্ষ নির্দেশে এসব দুর্নীতি হয়েছে কি না বা তারা এর দায় এড়াতে পারেন কিনা, সে বিষয়েও তদন্ত করার অনুরোধ করা হয়। কারণ গণমাধ্যমে অভিযোগ আসার পরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোনো তদন্ত কমিটি গঠন করেনি। সে কারণেই আমাদের সন্দেহ ও সংশয় আরও বেশি ঘনীভূত হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রতি মাসে দেওয়ার কথা থাকলেও তার কোনো অগ্রগতি নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তাদের বিগত ৯ মাসের আর্থিক হিসাব জনগণকে অবহিত করার বাধ্যবাধকতার বিষয়ে দুদক কর্তৃক কঠোর ভূমিকা রাখার প্রত্যাশা করছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
এছাড়াও যেসব ব্যবসায়ী মাফিয়ারা শেখ হাসিনার আর্থিক ভিত্তি তৈরি করার মাধ্যমে ফ্যাসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপদানে সহযোগিতা করেছিল, সে সব মাফিয়া কোম্পানিগুলোকে দুদকের মাধ্যমে তদন্ত করে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব জব্দ করার অনুরোধ করা হয়। অন্যথায় শেখ হাসিনার ডামি এমপি ও দোসরদের আর্থিক ভিত্তি মজবুত রেখে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের যাত্রা কঠিনতর হবে বলে মনে করে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও